১৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সেরা ক্যামেরার Google Pixel 7, Pixel 7 Pro আজ সবচেয়ে সস্তায় কিনুন

By :  SUPARNA
Update: 2022-10-13 08:34 GMT

গত ৬ই অক্টোবর টেক জায়ান্ট Google ভারত সহ বেশ কয়েকটি আঞ্চলিক বাজারে Google Pixel 7 স্মার্টফোন সিরিজকে উন্মোচিত করেছিল। নবাগত এই লাইনআপে অধীনে মোট দুটি ডিভাইস আত্মপ্রকাশ করেছে - Pixel 7 এবং Pixel 7 Pro ৷ এক্ষেত্রে জানিয়ে রাখি, আলোচ্য মডেলগুলি লঞ্চের দিন থেকেই এদেশে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। আর আজ অর্থাৎ ১৩ই অক্টোবর জনপ্রিয় অনলাইন শপিং পোর্টাল Flipkart-এর মাধ্যমে উক্ত সিরিজের ভ্যানিলা এবং 'Pro' মডেল দুটির ওপেন সেল শুরু হয়েছে। সর্বোপরি, 'ফার্স্ট সেল' -এর অংশ হিসাবে Google এর এই ফ্ল্যাগশিপ ফোন দুটির সাথে ১৫,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। চলুন Google Pixel 7 এবং Pixel 7 Pro স্মার্টফোনের বিক্রয় মূল্য, লঞ্চ অফার এবং বিশেষত্ব দেখে নেওয়া যাক এবার।

ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজের দাম ও লঞ্চ অফার (Google Pixel 7 series Price and Launch Offers in India)

ভারতীয় বাজারে গুগল পিক্সেল ৭ মডেলের দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ টাকা। এটিকে - স্নো, অবসিডিয়ান এবং লেমনগ্রাস এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে। অন্যদিকে, গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোনকে ৮৪,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে নিয়ে আসা হয়েছে। এটিকে - অবসিডিয়ান ব্ল্যাক, হ্যাজেল ও স্নো প্রো কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

অফারের কথা বললে, যেসকল ক্রেতারা SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ পিক্সেল ৭ ক্রয় করবেন তারা ধার্য মূল্যের উপর ফ্ল্যাট ৮,০০০ টাকা ছাড় পেয়ে যাবেন। আর এই একই পেমেন্ট মোড ব্যবহার করে পিক্সেল ৭ প্রো মডেলটি খরিদ করলে মিলবে ফ্লাট ১৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

গুগল পিক্সেল ৭ -এর স্পেসিফিকেশন (Google Pixel 7 Specifications)

গুগল পিক্সেল ৭ স্মার্টফোনে একটি ৬.৩২ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৪০০ নিট পিক ব্রাইটনেস এবং HDR টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্সের জন্য এটি সংস্থার নিজস্ব টেনসর জি২ চিপসেট সহ এসেছে। ফোনটি স্টক অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। আর স্টোরেজ হিসাবে ডিভাইসে ৮ জিবি LPDDR5 র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি UFS 3.1 রম বিদ্যমান। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

ফটোগ্রাফির জন্য, Google Pixel 7 ফোনের রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ অবস্থান করছে। এই ক্যামেরাগুলি হল - অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১১৪-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FoV) সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। আর ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১০.৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। আলোচ্য লাইনআপে নতুন ‘সিনেম্যাটিক ব্লার’ ফিচারটি অন্তর্ভুক্ত করেছে গুগল।

কানেক্টিভিটির জন্য হ্যান্ডসেটে - ৪জি এলটিই, ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং জিপিএস অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, Google Pixel 7 ফোনে ৪,৩৫৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং কিউআই (Qi) সার্টিফায়েড ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। গুগলের দাবি অনুসারে, উক্ত মডেলটি একটা গোটা দিন ব্যাটারি লাইফ প্রদানে সমর্থ। আবার ব্যবহারকারীরা যদি এক্সট্রিম ব্যাটারি সেভার অপশন এনাবল করেন, তাহলে ৭২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পেতে সক্ষম হবেন। যদিও, এর রিটেইল বক্সে কোনও চার্জার অন্তর্ভুক্ত করা হয়নি। উল্লেখ্যযোগ্যভাবে, এই নয়া পিক্সেল ফোনের ম্যাট এনক্লোজারটি ১০০% রিসাইকেল করা অ্যালুমিনিয়াম দিয়ে নির্মিত এবং এটি ধুলো ও জল প্রতিরোধের জন্য IP68 রেটিং প্রাপ্ত।

গুগল পিক্সেল ৭ প্রো -এর স্পেসিফিকেশন (Google Pixel 7 Pro Specifications)

গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোনে একটি ৬.৭-ইঞ্চি কোয়াড এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে গুগল টেন্সর জি২ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। স্টোরেজ হিসাবে এতে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত রম বর্তমান।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Google Pixel 7 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার। এই রিয়ার সেন্সরগুলি - ৩০এক্স হাইব্রিড জুম, ম্যাক্রো ফোকাস, ওআইএস, রিয়েল টোন, মোশান ব্লার প্রভৃতি ক্যামেরা ফিচার সাপোর্ট করে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১০.৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য উক্ত মডেলে সামিল রয়েছে - 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ও ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Google Pixel 7 Pro স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত আছে, যা ওয়্যারলেস চার্জিং সহ ৩০ ওয়াট ওয়্যাড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এটি টাইটান এম২ চিপ সহযোগে এসেছে। নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। আর পিক্সেলে ৭ সিরিজের ভ্যানিলা মডেলের মতো এই 'প্রো' হ্যান্ডসেটটিও IP68 রেটিং সহ এসেছে।

প্রসঙ্গত, ভারতের বাজারে iPhone 13, OnePlus 10 Pro, Xiaomi 12 Pro, Realme GT 2 Pro, and Samsung Galaxy S22. Whereas, the Google Pixel 7 Pro will be taking on the likes of the iPhone 14, Samsung Galaxy S22+, Vivo X80 Pro, এবং Samsung Galaxy Z Flip 4 স্মার্টফোন Pixel 7 সিরিজের হ্যান্ডসেটগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে হচ্ছে।

Tags:    

Similar News