2030 সাল পর্যন্ত নিয়মিত আপডেট, ফোনের নিরাপত্তা নিয়ে চিন্তা দূর করতে Google-এর বিরাট পদক্ষেপ

Update: 2023-09-26 04:07 GMT

গুগল (Google) তাদের Pixel 8 সিরিজের নতুন স্মার্টফোন এবং Pixel Watch 2 স্মার্টওয়াচ লঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি, Pixel 8 লাইনআপের দামও ফাঁস হয়েছে। এছাড়াও, গুগল স্টোর (Google Store) ওয়েবসাইটে Pixel 8 Pro মডেলের ডিজাইন এবং কালার অপশন প্রকাশ পেয়েছে। অফিসিয়াল লঞ্চের আগেই এবার Google Pixel 8 এবং Pixel 8 Pro-এর স্পেসিফিকেশনের তালিকা সম্পূর্ণ রূপে প্রকাশ্যে এসেছে। ফলে Pixel 8 সিরিজ সম্পর্কে সেভাবে আর কিছু গোপন থাকল না। আসুন তাহলে আপকামিং Google Pixel 8 এবং Pixel 8 Pro কি কি অফার করতে চলেছে দেখে নেওয়া যাক।

Google Pixel 8 এবং 8 Pro: সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস

৯১মোবাইলস স্ট্যান্ডার্ড পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো স্মার্টফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকা লিক করেছে। জানা গিয়েছে, পিক্সেল ৮ সামান্য ছোট ৬.২ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে, তবে উভয় মডেলেরই ব্রাইটনেস বৃদ্ধি করা হবে। অন্যান্য নতুন বিবরণের মধ্যে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২-এর সুরক্ষা এবং সাধারণ ৫ বছরের পরিবর্তে দীর্ঘ ৭ বছর অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত সফ্টওয়্যার আপডেট।

আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে, গুগল পিক্সেল ৮ সিরিজে রিয়েল টোন, নাইট সাইট, অ্যাস্ট্রোফটোগ্রাফি, সুপার রেস জুম এবং ছবিতে মুখ অদলবদল করার ক্ষমতার মতো ইমেজিং ফিচারগুলি থাকবে। এই ডিভাইসগুলি লো লাইট ভিডিওগুলির জন্য ভিডিও বুস্ট এবং লাইট সাইটও অফার করবে। ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করতে একটি অডিও ইরেজার ফিচার থাকবে। এছাড়া, ফাঁস হওয়া রেন্ডার প্রকাশ করেছে যে পিক্সেল ৮ মডেলটি ওবসিডিয়ান, হ্যাজেল এবং রোজ কালার অপশনে আসবে। আর উচ্চতর পিক্সেল ৮ প্রো-কে ওবসিডিয়ান, পোরসেলিন এবং বে-এর মতো কালার শেডে বেছে নেওয়া যাবে।

Google Pixel 8-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Google Pixel 8-এ ৬.২ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ৬০ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,০০০ নিট পর্যন্ত স্ক্রিন ব্রাইটনেস অফার করবে। ফোনটি টাইটান এম ২ সিকিউরিটি কো-প্রসেসর সহ গুগল নির্মিত টেনসর জি ৩ চিপসেট দ্বারা চালিত হবে। এতে ৮ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে, গুগল তাদের আসন্ন পিক্সেল সিরিজের ফোনে ৭ বছরের ওএস আপডেট এবং সিকিউরিটি আপডেট প্রদান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Google Pixel 8-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ ৫০ মেগাপিক্সেলের অক্টা পিডি ওয়াইড প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা অবস্থান করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১০.৫ মেগাপিক্সেলের ডুয়েল পিডি ফ্রন্ট ফেসিং ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Google Pixel 8-এ ৪,৫৭৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, ২৭ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং, ১৮ ওয়াট কিউআই (Qi)-সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া কানেক্টিভিটির জন্য, Pixel 8-এ ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ভি৫.৩ এবং এনএফসি মিলবে। জল ও ধুলো প্রতিরোধের জন্য, ফোনটি আইপি৬৮ (IP68) রেটিংয়ের সাথে আসবে। নিরাপত্তার জন্য, ডিভাইসটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরর পাশাপশি ফেস আইডি ফিচারও অফার করবে।

Google Pixel 8 Pro স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Google Pixel 8 Pro-এর সামনে ৬.৭ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে থাকবে, যা ১ থেকে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং ২,৪০০ হার্টজ পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসটি Google Tensor G3 প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে Titan M2 সিকিউরিটি কো-প্রসেসরও যুক্ত থাকবে। ফোনটিতে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম, মার্কিন যুক্তরাষ্ট্রের ১ টিবি পর্যন্ত এবং বাকি বিশ্বে ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে। এতেও ৭ বছরের ওএস এবং সিকিউরিটি আপডেট প্রদান করা হবে।

ফটোগ্রাফির জন্য, Pixel 8 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ ৫০ মেগাপিক্সেলের অক্টা পিডি ওয়াইড প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের কোয়াড পিডি আল্ট্রাওয়াইড লেন্স এবং ওআইএস, ইআইএস ও ৩০x পর্যন্ত সুপার রেস জুম সহ ৪৮ মেগাপিক্সেলের কোয়াড পিডি টেলিফোটো ক্যামেরা অবস্থান করবে। আর ফোনের সামনে ১০.৫ মেগাপিক্সেলের ডুয়েল পিডি ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Pixel 8 Pro বড় ৫,০৫০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এবং ২৩ ওয়াট পর্যন্ত কিউআই (Qi)-সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া সংযোগের ক্ষেত্রে, এই গুগল ফোনে অন্তর্ভুক্ত থাকবে ওয়াইফাই ৭, Bluetooth ভি৫.৩ এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট। Pixel 8 Pro-এও আইপি৬৮ (IP68) রেটিংয়ের সাথে আসবে। নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি মিলবে। আর অতিরিক্ত সুরক্ষার জন্য ফোনের সামনে ও পিছনের প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২-এর স্তর থাকবে।

Google Pixel 8 সিরিজের দাম (সম্ভাব্য)

লিকস্টার কামিলা ওয়াজসিচোস্কা-এর পোস্ট অনুসারে, ৮ জিবি র‍্যাম সহ Pixel 8-এর বেস ভ্যারিয়েন্টটি ৬৯৯ ডলার (প্রায় ৫৮,১০০ টাকা)-এ পাওয়া যাবে। অন্যদিকে, টপ-এন্ড Pixel 8 Pro-এর দাম শুরু হবে ৮৯৯ ডলার (প্রায় ৭৪,৭০০ টাকা) থেকে। তবে মনে রাখবেন আমেরিকার থেকে ভারতে দাম বেশি হবে।

Tags:    

Similar News