Google ভুল করে নতুন ফোনের ডিজাইন প্রকাশ্যে এনে ফেলল, ফিচার্স আগেই ফাঁস
গুগল বর্তমানে তাদের Pixel সিরিজের নতুন মিড-রেঞ্জ ফোন হিসাবে Google Pixel 8a লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। বিগত কয়েক মাসে এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। তবে এবার সকলকে চমকে দিয়ে এটি গুগলের নিজস্ব ফাই ওয়্যারলেস (Fi Wireless) ক্যারিয়ার সার্ভিসের একটি বিজ্ঞাপনে দেখা গেল। ঠিকই ধরেছেন, সেখান থেকে Google Pixel 8a-এর অফিশিয়াল ডিজাইনও প্রকাশ পেয়েছে।
Google Pixel 8a হাজির কোম্পানিরই নিজস্ব বিজ্ঞাপনে
বিজ্ঞাপনটি একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ সহ ব্লু এবং অফ-হোয়াইট - এই দুটি উভয় কালার অপশনে গুগল পিক্সেল 8এ-কে দেখিয়েছে। কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে এটি নতুন পিক্সেল 8এ, রেগুলার পিক্সেল 8 নয়? এটা বোঝার কিছু উপায় রয়েছে। প্রথমত, স্ট্যান্ডার্ড পিক্সেল 8 নীল বা সাদা রঙে পাওয়া যায় না। এছাড়াও, বিজ্ঞাপনে দেখানো ফোনটিতে পিক্সেল 8-এর মতো ক্যামেরার কাছাকাছি মাইক্রোফোন নেই। সুতরাং, এটি বেশ স্পষ্ট যে এটি আসন্ন পিক্সেল 8এ। কিন্তু গুগলের ফাই ওয়্যারলেসের বিজ্ঞাপনে পিক্সেল 8এ-এর অন্তর্ভুক্তি ইচ্ছাকৃত ছিল, নাকি ভুলবশত, তা এখনও স্পষ্ট নয়।
গুগল পিক্সেল 8এ-এর কোনও স্পেসিফিকেশন গুগল ফাই-এর বিজ্ঞাপনে প্রকাশ করা হয়নি। সেখানে শুধু গুগল ফাই-এর প্রাইসিং প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। ইতিমধ্যেই, পিক্সেল 8এ-এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। এতে 120 হার্টজের বুস্টেড রিফ্রেশ রেট সহ 6.1 ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। ফোনটি 128 জিবি বা 256 জিবি স্টোরেজ সহ পিক্সেল 8 এবং পিক্সেল 8 প্রো-এর মতো একই টেনসর জি3 চিপসেটের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরার ক্ষেত্রে, Google Pixel 8a-এর রিয়ার প্যানেলে Pixel 7a-এর মতো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একই 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করতে পারে। Pixel 8a-এ উন্নততর ফাস্ট চার্জি সাপোর্ট থাকার কথাও আছে। এটি 27 ওয়াট চার্জিং সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে, যেটি পূর্ববর্তী প্রজন্মের Pixel A-ব্র্যান্ডিংয়ের ফোনের 18 ওয়াটের থেকে একটি বেশ উল্লেখযোগ্য আপগ্রেড।