সেল শুরু দুর্দান্ত ক্যামেরার Pixel 9 ও Pixel 9 Pro XL ফোনের, 10 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট

By :  techgup
Update: 2024-08-22 07:54 GMT

গুগল 14 আগস্ট ভারত এবং বিশ্ব বাজারে Pixel 9 সিরিজের স্মার্টফোন লঞ্চ করে। এতদিন ফোনগুলি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। তবে আজ (22 আগস্ট) থেকে এই সিরিজের দুটি মডেল Pixel 9 ও Pixel 9 Pro XL এর সেল শুরু হচ্ছে। ফ্লিপকার্ট, ক্রোমা এবং রিলায়েন্স ডিজিটালের থেকে ডিভাইসগুলি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সাথে ফোনগুলি কেনা যাবে। এখনও এই সিরিজের Pixel 9 Pro ও Pixel 9 Pro Fold মডেলের সেলের তারিখ জানা যায়নি।

Pixel 9 ও Pixel 9 Pro XL এর ভারতে দাম

গুগল পিক্সেল 9 এর একমাত্র 12 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা। তবে সেল অফার হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও এই ফোনের সাথে 6,000 টাকা এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এটি পেওনি অবসিডিয়ান এবং উইন্টারগ্রিনের মতো কালারে পাওয়া যাবে।

আর গুগল পিক্সেল 9 প্রো এক্সএল এর 16 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 1,24,999 টাকা এবং 16 জিবি র‌্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 1,39,999 টাকা খরচ হবে।

এই ডিভাইসটিও কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 10,000 টাকা ছাড় দেওয়া হবে। এই ফোনের সাথেও 6,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। এটি মাসিক কিস্তিতেও কেনা যাবে। ফোনটি হ্যাজেল, পিঙ্ক কোয়ার্টজ এবং অবসিডিয়ানের মতো রঙে কেনা যাবে।

Pixel 9 Pro XL এর সাথে ক্রেতারা এক বছরের গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান বিনামূল্যে পাবেন, যার মধ্যে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, ফটোজ অ্যাপে এক্সক্লুসিভ এআই ফিচার এবং জেমিনি 1.5 প্রো এর অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে।

Tags:    

Similar News