Bank Holidays: কেন্দ্রের ফরমানে জানুয়ারি মাসে অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ভরসা UPI-ই!

Update: 2023-12-29 09:03 GMT

Bank Holidays January 2024: এই মুহূর্তে প্রায় গোটা বিশ্বের মানুষই বছরের বাকি তিনটি দিনকে বিদায় জানিয়ে ২০২৪ সালকে জীবনের সাথে জড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেকেরই বাড়িতে এসে গেছে নতুন ক্যালেন্ডার, যাতে চোখ রেখে ইংরেজী নববর্ষের বিশেষ দিনগুলি জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই উত্তেজনার মাঝে ভারত সরকার অন্যান্য বারের মতোই আসন্ন ২০২৪ সালের ছুটির একটি সার্কুলার জারি করেছে, যেখানে সারা বছর ধরে কবে কবে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে সে বিষয়ে স্পষ্টতা মিলেছে। একই সাথে নতুন ছুটির লিস্ট দেখে মনে হচ্ছে, আসন্ন জানুয়ারি মাস UPI-এর ওপর নির্ভর করেই কাটাতে হবে!

শনিবারে ছুটি ছাড়াও জানুয়ারিতে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

ভারতে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক ও বিভিন্ন ব্যাঙ্কিং শাখাগুলি বন্ধ থাকে। তবে সরকারের নতুন নির্দেশিকা দেখে মনে হচ্ছে আগামী মাসের অর্ধেক দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে, কারণ ২০২৪-এর গোটা জানুয়ারি মাস জুড়ে সর্বাধিক ১৬টি ছুটি উপভোগ করবে এই আর্থিক প্রতিষ্ঠানগুলি – যদিও রাজ্য ভেদে ছুটির দিন এবং সংখ্যার ভিন্নতা দেখা যাবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে ওই মাসে যে যে দিনগুলিতে সরকারি ছুটি থাকবে, সেগুলি হল –

১. ১লা জানুয়ারি (ইংরেজী নববর্ষ),

২. ৭ই জানুয়ারি (রবিবার),

৩. ১২ই জানুয়ারি (বিবেকানন্দ জয়ন্তী),

৪. ১৩ই জানুয়ারি (দ্বিতীয় শনিবার),

৫. ১৪ই জানুয়ারি (রবিবার),

৬. ১৬ জানুয়ারি (মকরসংক্রান্তি),

৭. ১৭ জানুয়ারি (গুরু গোবিন্দ সিং জয়ন্তী),

৮. ২১শে জানুয়ারি (রবিবার),

৯. ২৩শে জানুয়ারি (নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী),

১০. ২৬শে জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস),

১১. ২৭শে জানুয়ারি (চতুর্থ শনিবার),

১২. ২৮শে জানুয়ারি (রবিবার)।

উল্লেখ্য, ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে কেন্দ্রীয় সরকার তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই ছুটিগুলিকে তিনটি গ্রুপে শ্রেণীবদ্ধ করেছে। আর এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও চিন্তার প্রয়োজন নেই, কারণ নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে, ফলত যেকেউ সহজেই অনলাইন ট্রানজাকশন করতে পারবেন৷

Tags:    

Similar News