বাজেটের মধ্যে 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন চাই? Redmi Note 11S পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়ে
শাওমির রেডমি নোট সিরিজের দুর্দান্ত ক্যামেরা ফোন Redmi Note 11S এখন সস্তায় পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে রেডমির ডিভাইসটি বেছে নিতে পারেন। ফ্লাট ডিসকাউন্ট ছাড়াও ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে কেনা যাবে। Redmi Note 11S এর কথা বললে, এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। অর্থাৎ এই স্মার্টফোনে মোট পাঁচটি ক্যামেরা (সেলফি ক্যামেরাসহ) মিলবে। ক্যামেরা ছাড়াও ফোনটির ব্যাটারিও শক্তিশালী। পাশাপাশি এটি প্রিমিয়াম ডিজাইন অফার করবে।
সবচেয়ে সস্তায় কিনুন Redmi Note 11S
রেডমি নোট ১১এস-এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভারতে এমআরপি ২০,৯৯৯ টাকা। তবে শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ২২% ছাড়ের পরে এই ফোনটিকে ১৬,১৯০ টাকায় তালিকাভুক্ত করেছে। এছাড়া আপনি যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডদিয়ে পেমেন্ট করেন, তবে আপনি ১২৫০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন।
এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে ৫% ক্যাশব্যাক। ডিভাইসটি নো-কস্ট ইএমআই-তেও কেনা যাবে। রেডমি নোট ১১এস পোলার হোয়াইট এবং হরাইজন ব্লু কালার অপশনে পাওয়া যাবে।
Redmi Note 11S এর স্পেসিফিকেশন ও ফিচার
Redmi Note 11S স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর সহ ৬ জিবি র ্যাম। আবার ডেডিকেটেড এসডি কার্ড স্লটের সাহায্যে এর স্টোরেজ ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির কথা বললে, এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ছাড়াও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।