HMD Global: ভারত সহ সারা বিশ্ব পাচ্ছে নতুন স্মার্টফোন কোম্পানি, এপ্রিলেই আসছে প্রথম ফোন

By :  SUPARNA
Update: 2023-11-06 12:03 GMT

Nokia ব্র্যান্ডেড স্মার্টফোনের লাইসেন্সধারী হওয়ার দরুন অনেকে 'HMD Global' নামটির সাথে পরিচিত। তবে সংস্থাটি সম্প্রতি একটি বিশেষ কারণে খবরের হেডলাইনে এসেছে। শোনা যাচ্ছে, আগামী বছরের প্রথমার্ধে ভারতে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে HMD Global। এই খবর দেখে আপনি হয়তো মনে করছেন আরেকটি নয়া Nokia মোবাইলের আগমন ঘটবে। কিন্তু জানিয়ে দিই, আসন্ন হ্যান্ডসেটগুলি Nokia নয় বরং HMD Global ব্র্যান্ডিংয়ের সাথে আসবে।

২০২৪ সালে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করবে HMD Global

নোকিয়া ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন লঞ্চ করার দায়িত্বে আছে এইচএমডি গ্লোবাল। কিন্তু বাস্তবে দেখা গেছে, নোকিয়া মোবাইল লঞ্চের ক্ষেত্রে সংস্থাটি ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। যেকারণে গ্রাহকের মন এবং বাজারে নিজেদের জায়গা ধরে রাখাও মুশকিল হচ্ছে। তাই নিজেদের ব্র্যান্ডিং সহ এইচএমডি গ্লোবাল বর্তমানে একাধিক নতুন স্মার্টফোন নিয়ে আসছে।

একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, এইচএমডি গ্লোবাল ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই ভারতের বাজারে এক বা একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। এই হ্যান্ডসেটগুলি সাশ্রয়ী মূল্যের সাথে আসবে। সর্বোপরি সংস্থাটি একটি বিশেষ 'মার্কেটিং স্ট্র্যাটেজি' অবলম্বন করবে বলেও জানা গেছে। যার অধীনে - অ্যামাজন, ফ্লিপকার্ট সহ অন্যান্য জনপ্রিয় অনলাইন শপিং পোর্টালের মাধ্যমে নিজেদের লেটেস্ট স্মার্টফোন বিক্রির উপর অধিক ফোকাস করবে এইচএমডি গ্লোবাল৷

রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে, সংস্থাটি আপাতত বাজেট এবং মিড-রেঞ্জে স্মার্টফোন লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরবর্তী সময়ে ফ্ল্যাগশিপ মডেলও নিয়ে আসার পরিকল্পনায় আছে। এক্ষেত্রে অন্যান্য টেক জায়ান্টগুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে, HMD Global তাদের হ্যান্ডসেটগুলির সাথে আরো বেশি দিন ধরে ওএস আপডেট অফার করবে এবং একই সাথে স্টক অ্যান্ড্রয়েড ওএস ব্যবহার করবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, HMD Global ২০২৬ সাল পর্যন্ত Nokia ব্র্যান্ডেড ডিভাইস বিক্রি করবে। এই মুহূর্তে Nokia স্মার্টফোনগুলিকে অফলাইন চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে সংস্থাটি বিশেষ ইচ্ছুক বলে জানা গেছে।

Tags:    

Similar News