Honor 90 5G ভারতে 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, প্রথম সেলে 10 হাজার টাকা কম দামে কিনুন

By :  techgup
Update: 2023-09-14 09:19 GMT

Honor 90 5G চীনের পর আজ ভারতে লঞ্চ হল। এই ফোনের দাম রাখা হয়েছে ৪০,০০০ টাকার কম। এতে কোয়ালকম ৭ জেন ১ প্রসেসর ও ৬৬ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন Honor 90 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor 90 5G এর ভারতে দাম (Honor 90 5G Price in India and Sale Date)

অনর ৯০ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। তবে প্রথম সেলে ডিভাইসটি ১০,০০০ টাকা ছাড়ে যথাক্রমে ২৭,৯৯৯ টাকায় ও ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর বারোটায় অনরের অফিসিয়াল ওয়েবসাইট ও Amazon থেকে Honor 90 5G কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে যেসব ক্রেতা ICICI ও SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন, তারা ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে -ডায়মন্ড সিলভার, ইমিরাল্ড গ্রীন ও মিডনাইট ব্ল্যাক।

Honor 90 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

অনর ৯০ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ১.৫কে (২,৬৬৪×১,২০০ পিক্সেল) রেজোলিউশনের ওলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৬০০ নিটস ব্রাইটনেস, ১৯.৯৮:৯ অ্যাসপেক্ট রেশিও, ১.০৭ বিলিয়ন কালার এবং ডিসিআই-পি৩ ওয়াইড কালার গ্যামট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ অক্টা-কোর প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1)।

অনর ৯০ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) ইউজার ইন্টারফেসে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তবে, এই ব্যাটারিটির রেটেড ভ্যালু ৪,৯০০ এমএএইচ, যা ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে Honor 90 5G ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৯ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার আউটসোল লেন্স, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স (এফ/২.২ অ্যাপারচার) এবং ২ মেগাপিক্সেলের ডেপথ-অফ-ফিল্ড লেন্স (এফ/২.৪ অ্যাপারচার)। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/২.৪ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং পোর্ট্রেট লেন্স অন্তর্ভুক্ত।

প্রসঙ্গত, রিয়ার ক্যামেরা ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ সর্বাধিক ৪কে (৩,৮৪০×২,১৬০ পিক্সেল) ভিডিও রেকর্ডিং এবং এআই ফটোগ্রাফি, নাইট সিন মোড এবং প্রফেশনাল ফটো এবং ভিডিও অপশনগুলির মতো বিভিন্ন ধরণের শুটিং মোড সাপোর্ট করে। আবার ফ্রন্ট ক্যামেরায় ইআইএস (EIS) অ্যান্টি-শেক সহ ৪কে (4K) ভিডিও রেকর্ডিং এবং ডায়নামিক ফটো, পোর্ট্রেট মোড এবং টাইম-ল্যাপস ফটোগ্রাফি সহ বিভিন্ন শুটিং মোড সাপোর্ট করে।

সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর কানেক্টিভিটি অপশন হিসেবে এতে উপস্থিত 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। Honor 90 5G ফোনের ওজন ১৮৩ গ্রাম।

Tags:    

Similar News