একবার চার্জে চলে তিন দিনের বেশি, সেরা ব্যাটারির ফোন এখন Honor Magic 5 Lite
অনর সম্প্রতি ইউরোপের বাজারে Honor Magic 5 Lite লঞ্চ করেছে। এটি ব্র্যান্ডের Magic সিরিজের একটি মিড রেঞ্জ স্মার্টফোন, যাতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে, ৫জি কানেক্টিভিটি এবং শক্তিশালী কার্যক্ষমতা প্রদানকারী প্রসেসর। তবে যে জিনিসটি Honor Magic 5 Lite-কে সত্যিই এর প্রতিযোগীদের থেকে আলাদা করে, তা হল এর ব্যতিক্রমী ব্যাটারি পারফরম্যান্স, যা এটিকে ১৫২ স্কোর সহ ডিএক্সওমার্ক (DXOMARK) গ্লোবাল ব্যাটারি র্যাঙ্কিং-এ শীর্ষস্থানটি অর্জন করতে সাহায্য করেছে। অন্যদিকে, "Lite" মডেলটি গ্লোবাল মার্কেটে পা রাখলেও, Honor Magic 5 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি এখনও বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেনি। এটিকে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ করা হবে। তার আগে এখন Honor Magic 5 গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে, যা এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।
Honor Magic 5 Lite তার ব্যাটারি ক্ষমতার জন্য দখল করে নিল DXOMARK র্যাঙ্কিং-এর শীর্ষস্থানটি
ডিএক্সওমার্ক-এর রিভিউ অনুসারে, অনর ম্যাজিক ৫ লাইট অটোনমি, চার্জিং এবং কার্যকারিতা সহ ব্যাটারি কার্যক্ষমতার সমস্ত ক্ষেত্রেই উৎকৃষ্ট। এটির স্থায়িত্ব বিশেষভাবে চিত্তাকর্ষক, কেননা মাঝারি ব্যবহারের সাথে ম্যাজিক ৫ লাইট তিন দিনেরও বেশি স্থায়ী হতে পারে এবং অধিক ব্যবহারের সাথে এটি প্রায় দুটি পূর্ণ দিন স্থায়ী থাকে, যা একে ব্যাটারি লাইফের পরিপ্রেক্ষিতে সেরা-পারফর্মিং স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। এছাড়াও, অনর ম্যাজিক ৫ লাইট-এর কার্যক্ষমতা এবং ডিসচার্জ কারেন্ট বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিকভাবে কম রয়েছে, যা ডিভাইসের অপ্টিমাইজেশান এবং পাওয়ার-সেভিং ক্ষমতা প্রদর্শন করে।
জানিয়ে রাখি, ম্যাজিক ৫ লাইট-এর সুবিশাল ৫,১০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারিকে একবার চার্জ করলে ২৪ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং, ১৯ ঘন্টা টিকটক ব্রাউজিং বা ১১ ঘন্টা পর্যন্ত মোবাইল গেমিংয়ের জন্য অনায়াসে ব্যবহার করা যাবে। এছাড়াও, এই ফোনে উপলব্ধ ৪০ ওয়াট অনর সুপারচার্জ প্রযুক্তির মাধ্যমে মাত্র ৩০ মিনিটের চার্জিংয়েই ১২.৫ ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা সম্ভব, যা ব্যবহারকারীদের কাছে খুবই সুবিধাজনক।
তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ডিএক্সওমার্ক বাজারে আসা প্রতিটি স্মার্টফোন পরীক্ষা করে না। ফলে, তাদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি বর্তমানে বাজারে উপলব্ধ সকল ফোনের মধ্যে সর্বোত্তম ব্যাটারি কর্মক্ষমতা যুক্ত ডিভাইসটিকে তুলে ধরতে পারে না। এক্ষেত্রেও, Honor Magic 5 Lite হয়তো প্রথম স্থানাধিকারী হয়েছে, কারণ অনেক লেটেস্ট স্মার্টফোন এখনও ডিএক্সওমার্ক দ্বারা পরীক্ষা করা হয়নি। তবুও, তাদের র্যাঙ্কিং বিভিন্ন ডিভাইসের তুলনা করার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে স্মার্টফোন ক্রেতাদের কাছে উপযোগী হতে পারে।
উল্লেখ্য, স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Honor Magic 5 Lite-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এটি স্ন্যাপড্রাগন ৬৯৫ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত এবং এতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যায়। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর সেলফির জন্য, Honor Magic 5 Lite-এর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। Magic 5 Lite অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) ইউজার ইন্টারফেসে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic 5 Lite-এ ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
Honor Magic 5-কে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং সাইটে
PGT-AN00 মডেল নম্বর সহ Honor Magic 5 গিকবেঞ্চ ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এর তালিকাটি প্রকাশ করে যে, এই আসন্ন অনর ফ্ল্যাগশিপটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে। 'কালামা' কোডনেম যুক্ত এই চিপসেটে ৩.১৯ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি প্রাইমারি সিপিইউ কোর অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে এটিতে ২.৮ গিগাহার্টজে রান করা চারটি পারফরম্যান্স কোর এবং তিনটি ২.০২ ক্লক স্পিডের এফিসিয়েন্সি কোর রয়েছে। গিকবেঞ্চে তালিকাভুক্ত Magic 5 মডেলটিতে ১২ জিবি র্যাম রয়েছে। তবে, ফোনটির অন্যান্য র্যাম ভ্যারিয়েন্টও বাজারে লঞ্চ হতে পারে। তালিকা অনুসারে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। আর বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, Honor Magic 5 গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,৪১১ এবং মাল্টি-কোর টেস্টে ৪,৫৮৪ পয়েন্ট অর্জন করেছে। এই উচ্চ স্কোরগুলি নির্দেশ করে যে, Honor Magic 5 একটি শক্তিশালী এবং দ্রুত স্মার্টফোন হবে যা সবচেয়ে চাহিদাসম্পন্ন অ্যাপ এবং গেমগুলিকেও সহজে পরিচালনা করতে সক্ষম হবে।