Honor Magic 5 Series: নজরকাড়া ডিজাইনের সাথে দুর্দান্ত ফিচার, iPhone কে টেক্কা দেবে অনর
স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023)-এর প্রথম দিনে অর্থাৎ গতকাল (২৭ ফেব্রুয়ারি) Honor Magic 5 সিরিজটির ওপর থেকে পর্দা সরানো হয়েছে। অনরের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ লাইনআপের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে Honor Magic 5 এবং Magic 5 Pro মডেল দুটি। এর পাশাপাশি গতকাল আরেকটি Magic সিরিজের হ্যান্ডসেট, Honor Magic Vs-ও উন্মোচন করা হয়েছে, যা গ্লোবাল মার্কেটের জন্য কোম্পানির প্রথম ফোল্ডেবল ফ্ল্যাগশিপ। Honor Magic 5 সিরিজের স্মার্টফোনগুলি Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত। এছাড়াও, হাই-এন্ড Honor Magic 5 Pro উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে এসেছে। আসুন এই নবাগত অনর ফোনগুলির মূল্য, উপলব্ধতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Honor Magic 5, Honor Magic 5 Pro, Honor Magic Vs-এর দাম ও উপলব্ধতা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ ইভেন্টে অনর তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে নন-ফোল্ডেবল ম্যাজিক ৫ সিরিজ এবং কোম্পানির প্রথম গ্লোবাল ফোল্ডেবল স্মার্টফোন — অনর ম্যাজিক ভিএস। এর মধ্যে অনর ম্যাজিক ৫ প্রো পাঁচটি কালার ভ্যারিয়েন্টে এসেছে—ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, মেডো গ্রিন, অরেঞ্জ এবং কোরাল পার্পল। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ম্যাজিক ৫ মডেলটি ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে এসেছে। আবার, অনর ম্যাজিক ভিএস সায়ান এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট অফার করে।
দামের ক্ষেত্রে, অনর ম্যাজিক ৫ মডেলটি ৮৯৯ ইউরো (প্রায় ৭৮,৮০০ টাকা) মূল্যে পাওয়া যাবে, যেখানে অনর ম্যাজিক ৫ প্রো-এর ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১,১৯৯ (প্রায় ১,০৫,০০০ টাকা)। অন্যদিকে, অনর ম্যাজিক ভিএস ১,৫৯৯ ইউরো (প্রায় ১,৪০,৩০০ টাকা) মূল্যে অনুরূপ কনফিগারেশন অফার করে। তবে, এই স্মার্টফোনগুলির লভ্যতা এবং বিক্রয়ের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
Honor Magic 5 Pro-এর স্পেসিফিকেশন
ব্র্যান্ডের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ হিসাবে, অনর ম্যাজিক ৫ প্রো অত্যাধুনিক হার্ডওয়্যারের সাথে এসেছে। এটিতে ১ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং, এবং ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৮১ ইঞ্চির ওলেড এলটিপিও (OLED LPTO) ডিসপ্লে রয়েছে৷ এই প্যানেলে এইচডিআর১০+ এবং সর্বোচ্চ ১,১০০ নিট স্ক্রিন ব্রাইটনেস সাপোর্ট করে। ম্যাজিক ৫ প্রো কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ইউআই ৭.০ (Magic UI 7.0) ইউজার ইন্টারফেসে রান করে।
Honor Magic 5 Pro-এর ফোনের ফটোগ্রাফি বিভাগটি কিছু অতুলনীয় সেন্সর দিয়ে পরিপূর্ণ। এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৩.৫x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ৩ডি (3D) ডেপ্থ সেন্সর বর্তমান৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Magic 5 Pro-এ ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৬ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, নিরাপত্তার জন্য অনরের এই নতুন হ্যান্ডসেটটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে এবং এতে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে।
Honor Magic 5-এর স্পেসিফিকেশন
অনর ম্যাজিক ৫-এ ৬.৭৩ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১৯.৫৪:৯ অ্যাসপেক্ট রেশিও, সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং এবং ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম এবং প্রসেসর এর হাই-এন্ড ভ্যারিয়েন্টের অনুরূপ।
ফটোগ্রাফির জন্য, Honor Magic 5-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫৪ মেগাপিক্সেলের ওয়াইড মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic 5 ফোনটি শক্তিশালী ৫,১০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এছাড়া, হ্যান্ডসেটটির অন্যান্য স্পেসিফিকেশন Honor Magic 5 Pro-এর মতোই।
Honor Magic Vs-এর স্পেসিফিকেশন ও ফিচার
চীনের বাইরে লঞ্চ হওয়া কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, অনর ম্যাজিক ভিএস ৭.৯ ইঞ্চির ফোল্ডেবল প্রাইমারি ডিসপ্লে এবং ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সহ ৬.৫৪ ইঞ্চির কভার ডিসপ্লের সাথে এসেছে। ডিভাইসটি অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এর কীবোর্ডটি জেসচার সাপোর্ট করে এবং তিন-কী নেভিগেশন দ্বারা সজ্জিত। ম্যাজিক সিরিজের অন্য দুটি স্মার্টফোনের মতো, অনর ম্যাজিক ভিএস-ও অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ইউআই ৭.০ (Magic UI 7.0) ইউজার ইন্টারফেসে চলে।
ক্যামেরার ক্ষেত্রে, Honor Magic Vs-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপটি ৫৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত। আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic Vs-এ কোম্পানির নিজস্ব ৬৬ ওয়াট সুপারচার্জ চার্জার এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ইউএসবি টাইপ-সি কেবলের সাথে, Magic Vs ওয়াইফাই, ব্লুটুথ এবং ৫জি সংযোগ সাপোর্ট করে।