iPhone 15 বা S24 Ultra নয়, বিশ্বের সেরা ক্যামেরা এই ফোনে, নাম কিন্তু চমকে দেবে!

Update: 2024-03-21 10:02 GMT

Huawei Mate 60 Pro+ গত সপ্তাহে ডিএক্সওমার্ক (DxOMark) আল্ট্রা-প্রিমিয়াম স্মার্টফোন ক্যামেরা র‍্যাঙ্কিংয়ে Oppo Find X7 Ultra-এর সাথে সেরা ক্যামেরা ফোন হিসেবে শীর্ষস্থান অধিকার করেছিল। তবে, গত মাসের শেষের দিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Honor Magic 6 Pro এখন এই ফোন দুটিকেও ছাড়িয়ে আল্ট্রা-প্রিমিয়াম বিভাগে ডিএক্সওমার্ক-এর সেরা ক্যামেরা ফোন হিসাবে প্রথম স্থানে উঠে এসেছে। আসুন এই ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন এবং ডিএক্সওমার্ক-এর পরীক্ষায় উঠে আসা ফলাফলগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া।

Honor Magic 6 Pro দখল করলো DxOMark-এর আল্ট্রা-প্রিমিয়াম স্মার্টফোন ক্যামেরা র‍্যাঙ্কিংয়ের প্রথম স্থান

অনর ম্যাজিক 6 প্রো ট্রিপল ক্যামেরা সেটআপ সহ এসেছে। এতে 50 মেগাপিক্সেলের 1/1.28 ইঞ্চির প্রাইমারি সেন্সর উপস্থিত রয়েছে, যা 24 মিলিমিটার ফোকাল লেন্থ, এফ/1.4-এফ/2.0 অটোমেটিক ভেরিয়েবল অ্যাপারচার, অটোফোকাস ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। এছাড়া প্রধান ক্যামেরার সাথে 13 মিমি ইকুইভ্যালেন্ট এফ/2.0 অ্যাপারচার লেন্স ও অটোফোকাস সহ 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড 1/2.88 ইঞ্চির সেন্সর এবং 180 মেগাপিক্সেলের 1/1.4 ইঞ্চির টেলিফটো ক্যামেরা যুক্ত রয়েছে, যা 68 মিমি ইকুইভ্যালেন্ট এফ/2.6 অ্যাপারচার লেন্স, অটোফোকাস এবং ওআইএস অফার করে।

ডিএক্সওমার্ক-এর পরীক্ষার ফলাফল অনুসারে, অনর ম্যাজিক 6 প্রো সমস্ত পরীক্ষায় চমৎকার ফলাফল দেখিয়ে, সামগ্রিকভাবে 158 স্কোর অর্জন করেছে। ফটোর জন্য, ডিভাইসটি হুয়াওয়ে মেট 60 প্রো প্লাস-এর মতোই 160 পয়েন্টের সর্বোচ্চ স্কোর লাভ করেছে। এমনকি চ্যালেঞ্জিং ব্যাকলাইট রয়েছে, এমন দৃশ্যেও চমৎকার ডায়নামিক রেঞ্জ সরবরাহ করার পাশাপাশি দুর্দান্ত রঙও পুনরুৎপাদন করতে সক্ষম হয়েছে। অনরের হ্যান্ডসেটটির অটোফোকাস সিস্টেম এর একটি প্রধান ইতিবাচক দিক, কারণ এটি সমস্ত পরিস্থিতিতে দ্রুত এবং সঠিকভাবে কাজ করে।

Honor Magic 6 Pro-এর জুম ক্ষমতাও পর্যালোকদের দ্বারা খুবই প্রশংসিত হয়েছে। এমনকি এটি একটি নতুন স্ট্যান্ডার্ড স্থাপন করেছে, বিশেষ করে আল্ট্রা-ওয়াইড এবং ভিডিও জুম ফিচার্সের সাথে। আল্ট্রা-ওয়াইড ক্যামেরার এক্সপোজার এবং রংগুলিও উচ্চ মানের ছিল এবং টেলিফটো লেন্সটি অনেক দূর থেকেও সূক্ষ্ম বিবরণ যুক্ত ছবিগুলি ক্যাপচার করতে সক্ষম হয়, যদিও কিছু ডিটেইলসে সামান্য খুঁত রয়ে গেছে।

Honor Magic 6 Pro-তে এইচডিআর-এর সাথে ভিডিও রেকর্ডিং ক্ষমতা বিভিন্ন আলোক পরিস্থিতিতে সঠিক রং এবং হোয়াইট ব্যালেন্স সহ কালার রেন্ডারিংয়ে দক্ষতা দেখিয়েছে। তবে, এক্সপোজার কন্ট্রোল, স্টেবিলাইজেশন এবং অটোফোকাস নির্ভরযোগ্যতার ক্ষেত্রে Magic 6 Pro অবশ্য iPhone 15 Pro Max-এর সাথে পুরোপুরি তাল মেলাতে পারেনি। তবে রঙের গুণমান বেশ আকর্ষণীয়, এবং এটি টেক্সচার এবং নয়েজ রিডাকশনের মধ্যে যথেষ্ট ভাল ভারসাম্য বজায় রাখতে পেরেছে। যদিও Honor Magic 6 Pro-এর ক্যামেরাকে কম আলোতে এক্সপোজারের স্থায়িত্ব এবং স্বচ্ছতার ক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে সামগ্রিকভাবে সকল পরীক্ষায় খুবই ভালোভাবে উত্তীর্ণ হয়ে অনরের লেটেস্ট ফ্ল্যাগশিপটি ডিএক্সওমার্ক-এর বিচারে সেরা ক্যামেরা ফোনের শিরোপা অর্জন করে নিয়েছে।

Tags:    

Similar News