ঘন জঙ্গলের মধ্যে গিয়েও কল করার সুবিধা দেবে Honor Magic 6 ও Magic 6 Pro, থাকবে স্যাটেলাইট কলিং ফিচার

By :  techgup
Update: 2024-01-01 06:30 GMT

Honor আগামী ১০ জানুয়ারি থেকে দুদিনের একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে Magic OS 8.0 অপারেটিং সিস্টেমের পাশাপাশি Magic 6 স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। আর লঞ্চের সময় যত এগিয়ে আসছে এই ডিভাইসগুলি সম্পর্কে নিত্যনতুন তথ্য সামনে আসছে।

টিপস্টার @Rodent950 সম্প্রতি Honor Magic 6 ও Magic 6 Pro এর রেন্ডার শেয়ার করেছেন। উভয় ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এদের মধ্যে একটি ক্যামেরা পেরিস্কোপ টেলিফটো লেন্স হবে।

আবার এক উইবো টেক অ্যানালিস্ট সম্প্রতি Huawei Mate 60 Pro ও Honor এর স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি নিয়ে পরীক্ষা করছে। সেক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে Magic 6 Pro এগিয়ে আছে।

জানিয়ে রাখি, Honor Magic 6 সিরিজের দুটি ডিভাইসে ৫০ মেগাপিক্সেল অমনিভিশন ওভি৫০এইচ প্রধান ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ওভি৫০এম আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে বলে জানা গেছে। আর টেলিফটো শুটের জন্য Honor Magic 6 মডেলে ৫০ মেগাপিক্সেল ওভি৫০এম ক্যামেরা সেন্সর এবং Pro মডেলে Samsung HP3 সেন্সর ব্যবহার করা হতে পারে।

Tags:    

Similar News