Honor-এর বিরাট ঘোষণা, ভারতেই স্মার্টফোন তৈরি করবে সংস্থা, 400 কোটি টাকা বিনিয়োগ

Update: 2023-10-10 08:58 GMT

অনর সম্প্রতি Honor 90 সিরিজের হাত ধরে প্রায় তিন বছর পর দেশের স্মার্টফোন মার্কেটে কামব্যাক করেছে। কোম্পানি ভারতে ব্যাবসা পরিচালনার জন্য এইচটেক (HTech) এবং পিএসএভি গ্লোবাল (PSAV Global) নামে দুই সংস্থার সাথে জোট বেঁধেছে।। রিয়েলমি ইন্ডিয়া (Realme India)-এর প্রাক্তন সিইও মাধব শেঠ এখন ভারতে এইচটেক-এর প্রধান পদে রয়েছে এবং দেশে অনরের পরিচালন ব্যবস্থাকে নেতৃত্ব দিচ্ছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এবার ভারতেই ফোন উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। একইসাথে দেশে অনরের জমি শক্ত করতে ব্যবসায়িক রূপরেখা প্রকাশের পাশাপাশি আরও নতুন নতুন ফোন লঞ্চের কথা বলেছেন মাধব শেঠ।

Honor শীঘ্রই ভারতে আরও ফোন লঞ্চ করতে চলেছে

ইকোনমিক টাইমস-এর সাথে আলোচনায় মাধব শেঠ নিশ্চিত করেছেন যে, এইচটেক বর্তমানে ভারতে অনর ফোন উৎপাদন শুরু করার জন্য তিনটি কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারারের সাথে আলোচনা চালাচ্ছে। কোম্পানিটি ২০২৪ সালের জানুয়ারি-মার্চের মধ্যে স্থানীয় উৎপাদন চালুর লক্ষ্য রাখছে। এছাড়াও, তিনি এটাও নিশ্চিত করেছেন যে এইচটেক ইতিমধ্যেই অনর ব্র্যান্ডের অপারেশন ও ডিস্ট্রিবিউশনের জন্য ভারতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

এছাড়াও, মাধব শেঠ আরও জানিয়েছেন যে অনর আগামী কয়েক মাসের মধ্যে ভারতে আরও স্মার্টফোন লঞ্চের প্ল্যান করছে। কোম্পানি পরিকল্পনার চেয়ে বেশি ফোন তৈরি করছে বলেও তিনি জানান। অনলাইন এবং অফলাইন স্টোরগুলিতে অনর এই উৎসবের মরসুমে ৫০,০০০টি ফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেল থেকে ৬০ কোটি টাকা আয় করবে বলে অনুমান করা হচ্ছে।

জানিয়ে রাখি, Honor 90-এর ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা এবং ৩৯,৯৯৯ টাকা। ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) স্ক্রিন, যা 1.5K রেজোলিউশন অফার করে। Snapdragon 778G প্রসেসর দ্বারা চালিত এই ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম, ৭ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করে। Honor 90 ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor 90-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 90 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News