Honor India: তিন বছরের বিরতি কাটিয়ে দেশে ফিরছে অনর, আগস্টে নতুন স্মার্টফোন লঞ্চ

Update: 2023-07-18 08:31 GMT

অনর শেষ ২০২০ সালে Honor 9X Pro, 9A এবং 9S-এর মতো কয়েকটি ফোন লঞ্চ করার পর ভারতে তাদের স্মার্টফোন ব্যবসায় ইতি টানে। তবে আবার এদেশে প্রত্যাবর্তন করার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। আগামী আগস্ট মাসে নতুন স্মার্টফোন লঞ্চের মাধ্যমে ভারতীয় বাজারে অনরের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক রিপোর্টগুলি আরও দাবি করেছে যে ভারতে অনর ব্র্যান্ডের নেতৃত্ব দেবেন রিয়েলমি ইন্ডিয়ার প্রাক্তন সিইও (CEO) মাধব শেঠ। এক নির্ভরযোগ্য টিপস্টার সোশ্যাল মিডিয়ায় অনর দ্বারা দায়ের করা একটি ট্রেডমার্ক আবেদনের বিবরণ প্রকাশ করেছেন, যা এই জল্পনাকে আরও দৃঢ় করেছে। আসুন তাহলে এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor ফিরে আসছে ভারতীয় বাজারে রিয়েলমি ইন্ডিয়ার প্রাক্তন সিইও-এর হাত ধরে

টিপস্টার মুকুল শর্মা টুইটারে একটি ছবি শেয়ার করেছেন, যা অনরের দাখিল করা একটি নতুন ট্রেডমার্ক আবেদনের বিবরণ প্রদর্শন করেছে। টিপস্টারের শেয়ার করা চিত্র অনুসারে, কোম্পানিটি ভারতে "অনার ফর নাইটস" ট্রেডমার্ক করেছে এবং মাধব শেঠ কোম্পানির নতুন প্রেসিডেন্ট হবেন। টিপস্টার বলেছেন যে, এটি স্পষ্টভাবে ভারতের স্মার্টফোন মার্কেটে অনরের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়।

জানিয়ে রাখি, অনর ২০১৩ সালে হুয়াওয়ে (Huawei)-এর সাব-ব্র্যান্ড হিসাবে তার যাত্রা শুরু করেছিল৷ এটি ২০১৪ সালে প্রথম ভারতে পা রাখে। ব্র্যান্ডটি তাদের কম দামের এবং উচ্চ-মানের ফোনগুলির জন্য জনপ্রিয় হয়েছিল৷ এরপর ২০২০ সালে, অনর ৯এক্স প্রো, অনর ৯এ এবং অনর ৯এস-এর মতো কয়েকটি ফোন লঞ্চ করার পরে ব্র্যান্ডটি ভারতে তাদের স্মার্টফোন ব্যবসা বন্ধ করে দিয়েছে। হুয়াওয়ের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞার কারণে, কোম্পানিটি সেই বছরের শেষের দিকে চীনের একটি গ্রুপের কাছে অনর ব্র্যান্ডটি বিক্রি করে দেয়। বর্তমানে, অনর চীন এবং অন্যান্য কিছু বাজারে কাজ করছে। এটি পুরোপুরি ভারতীয় বাজার ছেড়ে যায়নি, কারণ এটি গত কয়েক বছর একটি ফিটনেস ট্র্যাকার এবং ট্যাবলেট এদেশে লঞ্চ করেছে।

টিপস্টারের টুইট ছাড়াও, স্বয়ং মাধব শেঠের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনরের ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলিতে "হোয়েন ইজ দ্য নাইট কামিং?"- এই রহস্যময় প্রশ্নটি দেখা যাচ্ছে। এই প্রশ্নটি ফলোয়ারদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। এটিও একটি নতুন অনর ডিভাইসের সম্ভাব্য লঞ্চের দিকে ইঙ্গিত করছে।

উল্লেখ্য, মাধব শেঠ দীর্ঘদিন রিয়েলমি ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসারের পদটি সামলেছেন এবং গত মাসে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এই মুহূর্তে রিয়েলমির প্রতিষ্ঠাতা এবং সিইও স্কাই লি ভারতীয় মার্কেটের দায়িত্বটি সামলেছেন। পদত্যাগের বিষয়ে ঘোষণা করার সময় মাধব শেঠ জানান যে, পদ ছেড়ে দিলেও তিনি রিয়েলমিকে তার উন্নয়ন কৌশল, বিশ্বব্যাপী পণ্য পর্যবেক্ষণ, বাজার অন্তর্দৃষ্টি এবং অপারেটিং সংক্রান্ত পরামর্শের জন্য কৌশলগত উপদেষ্টা হিসাবে সমর্থন করতে থাকবেন।

Tags:    

Similar News