108MP ক্যামেরা ও বাহুবলী ব্যাটারি নিয়ে আসছে Honor X50, লঞ্চের আগেই সমস্ত ফিচার ফাঁস
অনর আগামী ২৯ মে চীনে Honor 90 এবং Honor 90 Pro লঞ্চ করবে বলে জানা গেছে। আবার এর পরেই, কোম্পানিটি Honor X50 নামে একটি মিড-রেঞ্জ ফোন এবং Honor Magic V2 মডেলের ফোল্ডেবল ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করেছে। Magic V2 ইতিমধ্যেই চীনের এমআইআইটি (MIIT) কর্তৃপক্ষ দ্বারা প্রত্যয়িত হয়েছে এবং জুলাই মাসে চীনে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আর Honor X50 আসন্ন জুনেই লঞ্চ হতে পারে। তবে তার আগে এখন, ডিভাইসটি চীনের টেনা (TENAA) প্ল্যাটফর্মে হাজির হওয়ার মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে।
Honor X50-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ALI-AN00 মডেল নম্বর সহ অনর এক্স৫০ চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। ওই লিস্টিং অনুযায়ী, ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২,৬৫২ x ১,২০০ পিক্সেলের 1.5K রেজোলিউশন এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। পূর্বসূরি অনর এক্স৪০-এর মতো, এটিও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
পারফরম্যান্সের জন্য, অনর এক্স৫০ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে অনুমান করা হচ্ছে। যদিও, টেনা-এর লিস্টিংয়ে চিপসেটের নাম উল্লেখ করা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে এতে একটি ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রসেসর থাকবে। ৮ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি-এর মতো র্যাম ভ্যারিয়েন্টে আসবে অনর এক্স৫০।
পাশাপাশি, ফোনটি ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি-এর মতো একাধিক স্টোরেজ বিকল্প অফার করতে পারে। এক্স৫০-তে কোনও মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে না। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ইউআই ৭ (Magic UI 7) ইউজার ইন্টারফেসে চলবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য, Honor X50-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্স উপস্থিত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X50-তে ৫,৭০০ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি থাকবে, যা নির্দেশ করে যে এর সাধারণ ক্ষমতা ৫,৮০০ এমএএইচ হতে পারে।
Honor X50-এর পরিমাপ হবে ১৬৩ × ৭৫.৫ x ৭.৯৮ মিলিমিটার এবং ওজন হবে ১৮৫ গ্রাম। তবে, Honor X50-এর ডিজাইন সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে আসেনি, কারণ স্পেসিফিকেশনের সাথে এর কোনও ছবি টেনা-এর ডেটাবেসে আপলোড করা হয়নি।