100 মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন? জল্পনা বাড়িয়ে প্রকাশ্যে Honor X7b ও X8b

Update: 2023-11-25 13:46 GMT

অনর (Honor) তাদের X সিরিজের দুটি নতুন ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এগুলি Honor X7b এবং Honor X8b নামে বাজারে পা রাখতে পারে। স্মার্টফোনগুলি এখন টিডিআরএ (TDRA) সাইটে উপস্থিত হয়ে শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চের দিকে ইঙ্গিত করছে। এই সার্টিফিকেশনগুলি থেকে Honor X7b এবং Honor X8b সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, চলুন জেনে নেওয়া যাক।

Honor X7b এবং Honor X8b পেল TDRA সার্টিফিকেশন

সংযুক্ত আরব আমিরশাহীতে বৈদ্যুতিন পণ্য বিক্রি বা ডিস্ট্রিবিউশনের আগে টিডিআরএ-এর ছাড়পত্র আবশ্যিক। অনর এক্স৭বি এবং এক্স৮বি এখন টিডিআরএ দ্বারা অনুমোদিত হয়েছে, তাই এগুলি শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহীর বাজারে পা রাখবে বলে আশা করা যায়। এখনও পর্যন্ত, অনর এক্স৭বি এবং অনর এক্স৮বি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, তবে এগুলি মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে।

অন্যদিকে, একই সিরিজে অন্তর্ভুক্ত অনর এক্স৯বি স্মার্টফোনটিকে সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলা এই ফোনে মসৃণ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ওয়াইড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে৷ এছাড়া, পারফরম্যান্সের জন্য ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Honor X9b-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত থাকবে। আর ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে

ম্যাজিকওএস ৭.২ (MagicOS 7.2) কাস্টম স্কিনে রান করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X9b-এ শক্তিশালী ৫,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আশা করা যায় খুব শীঘ্রই Honor X7b এবং Honor X8b মডেলগুলির বিষয়েও বিস্তারিত তথ্য সামনে আসবে।

Tags:    

Similar News