Honor X9b স্মার্টফোনের ভারতে লঞ্চ নিশ্চিত হয়ে গেল, 108MP ক্যামেরা সহ আর কি চমক

Update: 2023-12-19 05:23 GMT

অনর গত সেপ্টেম্বরে Honor 90 লঞ্চের মাধ্যমে দীর্ঘ তিন বছর পর ভারতের স্মার্টফোন মার্কেটে প্রত্যাবর্তন করেছে। এখনঅও পর্যন্ত এদেশে ওই একটা ফোনই বিক্রি করছে তারা। কিন্তু এখন মনে করা হচ্ছে যে কোম্পানিটি দেশে আরও একটি নতুন বোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কেননা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে একটি নতুন Honor স্মার্টফোনকে দেখা গেছে। যা অনরের X-সিরিজের অধীনে আসবে বলে শোনা যাচ্ছে। এটি খুব সম্ভবত ডিভাইসটি Honor X9b হতে পারে।

Honor X9b পেল BIS সার্টিফিকেশন

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক ইউজার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন ওয়েবসাইটে ALI-NX1 মডেল নম্বর সহ একটি নতুন অনর ডিভাইসকে স্পষ্ট করেছেন। এটিকে স্মার্টফোন বিভাগের অধীনে তালিকাভুক্ত করা হয়েছে। এই মডেল নম্বরটি অনর এক্স৯বি ফোনের সাথে মিলে যায়। এটি ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে এটা লক্ষণীয় যে, অনর এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

জানিয়ে রাখি, অনর এক্স৯বি গত অক্টোবর মাসে চীনে আত্মপ্রকাশ করেছে। এতে ১.৫কে রেজোলিউশন, ১০-বিট কালার এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড-অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে৷ ডিভাইসটি বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউলের সাথে এসেছে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

পারফরম্যান্সের জন্য, Honor X9b-এ Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X9b-এ ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আশা করা যায় যে, ভারতে Honor X9b-এর স্পেসিফিকেশন এর চীনা ভ্যারিয়েন্টের মতোই হবে।

Tags:    

Similar News