108MP ক্যামেরা সহ দারুণ সব ফিচার্স নিয়ে লঞ্চ হল HTC U23 Pro, সঙ্গে ব্লুটুথ হেডসেট ফ্রি
জল্পনার অবসান ঘটিয়ে এইচটিসি আনুষ্ঠানিকভাবে HTC U23 Pro নামে একটি নয়া মডেলের হাত ধরে স্মার্টফোন মার্কেটে কামব্যাক করল। এটি ইন-বিল্ট ভাইভার্স (VIVERSE) প্ল্যাটফর্ম সহ এসেছে। ব্র্যান্ডের এই নতুন মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ওলেড (OLED) ডিসপ্লে এবং Qualcomm অক্টা-কোর চিপসেট রয়েছে। এছাড়াও, HTC U23 Pro-এর রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ কোয়াড-ক্যামেরা সেটআপ বর্তমান। এটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আইপি৬৭ (IP67) রেটিং এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করে। আসুন তাহলে নবাগত HTC U23 Pro-এর দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
HTC U23 Pro-এর স্পেসিফিকেশন এবং ফিচার
এইচটিসি ইউ২৩ প্রো-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লের সাথে এসেছে, যা ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা অফার করে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ (৪ ন্যানোমিটার) চিপসেট দ্বারা চালিত এই ফোন, যা গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ-এর সাথে যুক্ত। এইচটিসি ইউ২৩ প্রো ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ ৮ জিবি/১২ জিবি র্যাম বিকল্পে এসেছে। আবার স্টোরেজ সম্প্রসারণের জন্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এইচটিসি ইউ২৩ প্রো অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য, এইচটিসি ইউ২৩ প্রো-এর রিয়ার শেলে কোয়াড-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে এফ/১.৭ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা বর্তমান৷ রিয়ার ক্যামেরায় প্যানোরামা, টাইম-ল্যাপস, নাইট ভিউ মোড এবং ৪কে ভিডিও রেকর্ডিংয়ের মতো বিভিন্ন ফটোগ্রাফি মোড সাপোর্ট করে। কোয়াড-ক্যামেরা সেটআপ ছাড়াও, মডিউলে একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, এইচটিসি ইউ২৩ প্রো-এর সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।
এছাড়াও, HTC U23 Pro-এ ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৭ (IP67) রেটিং এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে, ফোনটিতে ৫জি স্ট্যান্ড-অ্যালোন/নন স্ট্যান্ড-অ্যালোন সংযোগ, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬ ৮০২.১১এএক্স, ব্লুটুথ ভি৫.২, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং এনএফসি-এর মতো অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে৷
পাওয়ার ব্যাকআপের জন্য, HTC U23 Pro মডেলটি ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। U23 Pro-এর পরিমাপ ১৬৬.৬ x ৭৭.০৯ x ৮.৮৮ মিলিমিটার এবং ওজন ২০৫ গ্রাম।
HTC U23 Pro-এর মূল্য এবং লভ্যতা
তাইওয়ানের বাজারে HTC U23 Pro-এর বেস ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৬,৯৯০ তাইওয়ানি ডলার (প্রায় ৪৫,৫৩৫ টাকা)। আর এর উচ্চতর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৭,৯৯০ তাইওয়ানি ডলার (প্রায় ৪৮,২১৫ টাকা)। ডিভাইসটি কফি ব্ল্যাক এবং মুক্সার হোয়াইট - এই দুই কালার অপশনে পাওয়া যাবে। এটি ইতিমধ্যেই তাইওয়ানে সেলের জন্য উপলব্ধ রয়েছে। সীমিত মেয়াদের লঞ্চ অফারের অংশ হিসাবে, যেসব গ্রাহকরা আগামী ৩০ মে-এর মধ্যে U23 Pro কিনবেন, তারা এর সাথে বিনামূল্যে একটি HTC True Wireless Bluetooth Headset II পেতে পারেন। ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সে বিষয়ে সংস্থা কিছু নিশ্চিত করেনি।