HTC আনল ১০ হাজার টাকার নতুন ফোন, ডুয়েল ক্যামেরার সাথে রয়েছে ৫১৫০ এমএএইচ ব্যাটারি
এইচটিসি (HTC) রাশিয়ার মার্কেটে Wildfire E Plus নামে একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে। বিগত ২০১৮ সাল থেকে, তাইওয়ানের এই ব্র্যান্ডটি প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে অনুপস্থিত ছিল। তবে, ইদানিং কোম্পানিটি ধীরে ধীরে কয়েকটি বাজারে "Wildfire" ব্র্যান্ডিংয়ের সাথে কম দামের কিছু মডেল লঞ্চ করছে। এখন তারা HTC Wildfire E Plus নামে এই নয়া ডিভাইস উন্মোচন করল। তবে, এই এন্ট্রি-লেভেল ফোনটি গত জুন মাসে আত্মপ্রকাশ করা UMIDIGI G1 হ্যান্ডসেটের একটি রিব্র্যান্ডেড সংস্করণ। Wildfire E Plus এইচডি+ ডিসপ্লে, ২ জিবি র্যাম, MediaTek MT6739 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং ৫,১৫০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন এই নয়া সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই প্লাস-এর মূল্য এবং লভ্যতা - HTC Wildfire E Plus Price and Availability
রাশিয়ার মার্কেটে এইচটিসি ওয়াইল্ডফায়ার ই প্লাস-এর একমাত্র ২ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৭,৯৯০ রুবেল (প্রায় ১০,৭৫০ টাকা)। হ্যান্ডসেটটি শুধুমাত্র ব্ল্যাক কালার অপশনে এসেছে। তবে, ব্র্যান্ডটি অন্যান্য মার্কেটে ওয়াইল্ডফায়ার ই প্লাস উন্মোচন করবে কিনা তা স্পষ্ট নয়।
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই প্লাস-এর স্পেসিফিকেশন এবং ফিচার - HTC Wildfire E Plus Specifications and Features
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই প্লাস-এ ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক এমটি৬৭৩৯ কোয়াড-কোর চিপ দ্বারা চালিত, যা ১.৫ গিগাহার্টজে কাজ করে। এই চিপসেটের সাথে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। অতিরিক্ত স্টোরেজের জন্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। ওয়াইল্ডফায়ার ই প্লাস অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)-এ চলে।
ফটোগ্রাফির জন্য, HTC Wildfire E Plus-এর রিয়ার ক্যামেরা মডিউলটিতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অবস্থান করছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Wildfire E Plus ৫,১৫০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ফেস আনলক ফিচারটি রয়েছে। এছাড়া, HTC Wildfire E Plus-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে, ডুয়েল সিম, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৪.২, জিপিএস, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক