HTC Wildfire E2 Play: এইচটিসি লঞ্চ করল 48 মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত ফোন, রয়েছে 4600mAh ব্যাটারি
HTC Wildfire E2 Play আজ আফ্রিকার বাজারে লঞ্চ হল। উল্লেখ্য, গত মাসে তাইওয়ানের সংস্থাটি আফ্রিকাতে Wildfire E3 Lite এর উপর থেকে পর্দা সরিয়েছিল। এই ডিভাইসটির থেকে কিছুটা বেশি শক্তিশালী ফিচার অফার করবে Wildfire E2 Play। এতে আছে বড় স্ক্রিন, ইউনিসক প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ সহ কোয়াড ক্যামেরা সেটআপ। আসুন এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
HTC Wildfire E2 Play-এর দাম
HTC Wildfire E2 Play-এর দাম এখনও জানা যায়নি। তবে নিশ্চিত করা হয়েছে যে এটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি দুটি কালারে এসেছে - ব্ল্যাক ও ব্লু।
HTC Wildfire E2 Play-এর স্পেসিফিকেশন ও ফিচার
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই২ প্লে ফোনের সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬৪০ পিক্সেল) টিয়ারড্রপ নচ আইপিএস এলসিডি, যা ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও, ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এইচটিসি ওয়াইল্ডফায়ার ই২ প্লে ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬০৬ চিপসেট ও ৬ জিবি র্যাম। আর এটি ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, HTC Wildfire E2 Play ফোনে এলইডি ফ্ল্যাশ সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
HTC Wildfire E2 Play অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।