HTC Wildfire E3 Lite বাজেটের মধ্যে লঞ্চ হল, 5000mAh ব্যাটারি সহ রয়েছে ডুয়েল ক্যামেরা
HTC আরও একটি বাজেট ফোন নিয়ে হাজির হল। HTC Wildfire E3 Lite নামের এই ডিভাইসে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা। আর সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এছাড়া HTC Wildfire E3 Lite ফোনে দেওয়া হয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
HTC Wildfire E3 Lite-এর দাম ও লভ্যতা
HTC Wildfire E3 Lite আপাতত আফ্রিকায় লঞ্চ হয়েছে। তবে এর দাম জানা যায়নি। কেবল কোম্পানির তরফে বলা হয়েছে যে, এটি ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফোনটি ব্ল্যাক ও ব্লু কালার অপশনে এসেছে।
HTC Wildfire E3 Lite-এর স্পেসিফিকেশন ও ফিচার
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই৩ লাইট এর স্পেসিফিকেশন সম্পর্কে বললে এতে ৬.৫১৭ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc SC9863 ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম উপস্থিত।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, HTC Wildfire E3 Lite ফোনের সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এআই ফেস আনলক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রো এসডি কার্ড স্লট। HTC Wildfire E3 Lite এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।