Huawei Mate Xs 2 আউটওয়্যার্ড ডিজাইন সহ লঞ্চ হল, ফিচারের নিরিখে টেক্কা দেবে Samsung, Xiaomi কে
হুয়াওয়ে ২০২০ সালে বাজারে লঞ্চ করেছিল তাদের Huawei Mate Xs ফোল্ডেবল স্মার্টফোনটি। ডিভাইসটি লঞ্চের দুই বছর পর এবার সংস্থা এর উত্তরসূরি, Huawei Mate Xs 2-এর ওপর থেকে পর্দা সরালো। এই প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনটি বাজারে উপলব্ধ অন্যান্য ফোল্ডেবলের থেকে ভিন্ন, কারণ এটিতে আউটওয়্যার্ড বা বহির্মুখী ফোল্ডিং ডিজাইন রয়েছে। পাশাপাশি এই আকর্ষণীয় ডিভাইসটিতে Qualcomm Snapdragon 888 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার এতে Huawei M-Pen 2s Stylus-এর সাপোর্টও মিলবে। বা আসুন Huawei Mate Xs 2 এর দাম, ডিজাইন ও সকল স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।
হুয়াওয়ে মেট এক্সএস ২-এর মূল্য এবং লভ্যতা (Huawei Mate Xs 2 Price and Availability)
হুয়াওয়ে মেট এক্সএস ২-এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৫,৫০০ টাকা)। এছাড়া এর ৮ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে ১১,৪৯৯ ইউয়ান (প্রায় ১,৩২,৭৫০ টাকা) এবং ১২,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৫০,০১০ টাকা) অন্যদিকে, এই হুয়াওয়ে এম-পেন ২এস স্টাইলাস-এর দাম ৫৯৯ ইউয়ান (প্রায় ৭,০০০ টাকা)
হুয়াওয়ে মেট এক্সএস ২ এলিগ্যান্ট ব্ল্যাক, ব্রোকেড হোয়াইট এবং ফ্রস্ট পার্পল -এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে। এটি একই রঙের লেদারের প্রোটেক্টিভ কেস এবং স্ট্যান্ড হিসাবে কাজ করা ব্র্যাকেটের সাথে মেলানো যেতে পারে।
হুয়াওয়ে মেট এক্সএস ২-এর ডিজাইন (Huawei Mate Xs 2 Design)
ডিজাইনের দিক থেকে হুয়াওয়ে মেট এক্সএস ২ তার পূর্বসূরিরই অনুরূপ, কারণ এটিতে আউটওয়্যার্ড ফোল্ডিং ডিজাইন রয়েছে, যা ঐতিহ্যগত ফোল্ডেবল ফোনগুলির ইনারওয়্যার্ড ডিজাইনের থেকে ভিন্ন। ফোল্ড থাকা অবস্থায়, এর ল্যাচ মেকানিজমের কারণে ডিসপ্লে যথাস্থানে থাকে এবং যখন রিলিজ করা হয়, তখন এর স্প্রিং-লোডেড হিঞ্জটির জন্য আংশিকভাবে খোলে।
হুয়াওয়ে মেট এক্সএস ২-এর বডিটি এভিয়েশন-গ্রেড টাইটানিয়াম অ্যালয়, আল্ট্রা-লাইট ফাইবারগ্লাস এবং অতি-হালকা এবং সুপার-স্ট্রং স্টিলের মতো উপাদান দিয়ে তৈরি। এর ওজন মাত্র ২৫৫ গ্রাম। হুয়াওয়ে নতুন ডিভাইসটির ব্যাক প্যানেলের জন্য একটি মাইক্রোফাইবার উপাদান ব্যবহার করেছে।
হুয়াওয়ে মেট এক্সএস ২- এর স্পেসিফিকেশন (Huawei Mate Xs 2 Specifications)
ভাঁজ করা থাকলে, হুয়াওয়ে মেট এক্সএস ২- এর স্ক্রিনের আকার ৬.৫ ইঞ্চির হয়ে যায় এবং এটি খুললে ৭.৮ ইঞ্চির একটি বৃহত্তর স্ক্রিন এরিয়া পাওয়া যায়। এটি একটি ওলেড (OLED) প্যানেল, প্রসারিত থাকার সময় যার রেজোলিউশন ২,৪৮০ x ২,২০০ পিক্সেল এবং ফোল্ড করার সময় যার রেজোলিউশন পাওয়া যাবে ২,৪৮০ × ১,১৭৪ পিক্সেল। এই ডিসপ্লেটি ১২০ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৪৪০ হার্টজ পিডব্লিউএম ডিমিং, এবং ৪২৪ পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করে। প্যানেলটি ১.০৭ বিলিয়ন কালার প্রদর্শন করতে সক্ষম এবং পি৩ প্রশস্ত কালার গ্যামট কভার করে৷
পারফরম্যান্সের ক্ষেত্রে, Huawei Mate Xs 2 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬৬০ (Adreno 660) জিপিইউ যুক্ত রয়েছে। এতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি /৫১২ জিবি স্টোরেজ মিলবে। উল্লেখযোগ্যভাবে হুয়াওয়ে এই নতুন ফোল্ডেবল স্মার্টফোনটির একটি কালেক্টরস এডিশনও লঞ্চ করেছে, যা ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে বাজারে এসেছে। উভয় ভ্যাররিয়েন্টেই হুয়াওয়ের ন্যানো মেমরি কার্ডের মাধ্যমে, এগুলির মেমরি অতিরিক্ত ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ফটোগ্রাফির জন্য, Huawei Mate Xs 2-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ও ৩x অপটিক্যাল জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে। ক্যামেরাটি ৮,১৯২ × ৬,১৪৪ পিক্সেল রেজোলিউশনে ছবি ক্লিক করতে সক্ষম এবং ১,০৮০@৯৬০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) সুপার স্লো মোশন ভিডিওগ্রাফিও সাপোর্ট করে৷ এছাড়া, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ১০.৭ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেখতে পাওয়া যায়। তাছাড়া হুয়াওয়ে তাদের এক্সডি অপটিক্স কম্পিউটিং অপটিক্স, মিররিং স্মার্ট শুটিং, ডুয়েল-স্ক্রিন সিঙ্ক্রোনাস ফ্রেমিং, ইজি ক্লিক এবং এআই অ্যাকুরেট এলিমিনেশন ফিচারগুলি আপগ্রেড করেছে।
সফটওয়্যারের ক্ষেত্রে, Mate Xs 2 অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমনিওএস ২ (HarmonyOS 2) কাস্টম স্কিনে রান করে, যা বড় স্ক্রিনের জন্য নতুন স্মার্ট মাল্টি-উইন্ডো এবং কুইক-সোয়াইপ জেসচার প্রদান করেছে। এটিতে একটি সেল্ফ-লার্নিং লেআউট এবং অপ্টিমাইজেশন সহ একটি অভিযোজিত ইউআই ইঞ্জিন রয়েছে৷ হুয়াওয়ের অ্যাপগ্যালারির শীর্ষ ৩০০টি অ্যাপ আনুষ্ঠানিকভাবে Mate Xs 2-এর বড় স্ক্রিনের জন্য পুনর্নির্মাণ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Mate Xs 2 অরিজিনাল মডেলে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে কালেক্টরস এডিশনটি একটি বড় ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। উভয় ভ্যারিয়েন্টেই ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, এই ফাস্ট চার্জিং সাপোর্টের সাহায্যে মাত্র ৩০ মিনিটের মধ্যে ব্যাটারির ৯০% চার্জ পূর্ণ করা সম্ভব। তাপ নিয়ন্ত্রণে রাখতে, ডিভাইসটিতে একটি গ্রাফিন লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এছাড়া Huawei Mate Xs 2 ফোল্ডেবল ফোনটি Huawei M-Pen 2s Stylus-এর সাপোর্ট অফার করে। এতে রয়েছে একটি ৪,০৯৬-স্তরের উচ্চ-চাপ সেন্স এবং একটি ৮২ এমএএইচ ব্যাটারি, যা ১০ ঘন্টা একটানা লিখতে সক্ষম ও ৪০ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করে। এটি সংযোগের জন্য ব্লুটুথ ৫ ব্যবহার করে। Mate Xs 2-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ট্রাই-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস/এ-জিপিএস/জিএলওএনএএসএস/ বেইডু/ এনএভিআইসি, ইউএসবি টাইপ-সি, এবং ইউএসবি টাইপ-সি সংযোগকারীর মাধ্যমে হেডফোন সাপোর্ট। ডিভাইসটি সমস্ত স্ট্যান্ডার্ড ২জি, ৩জি, এবং ৪জি ব্যান্ডগুলিকেও কভার করে৷