গরিবের নাথিং ফোন, সস্তায় সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন সহ আসছে Infinix GT 10 Pro সিরিজ, থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
বর্তমানে রীতিমতো চর্চার কেন্দ্রস্থলে আছে আসন্ন Infinix GT 10 Pro স্মার্টফোন সিরিজ। মূলত আলোচ্য লাইনআপের ডিভাইসগুলি, সদ্য লঞ্চের মুখ দেখা Nothing Phone (2) -এর অনুরূপ ট্রান্সপারেন্ট ডিজাইন অফার করবে বলে খবর সামনে আসতেই টেক-প্রেমীদের উৎসাহ তুঙ্গে। যে কারণে টিপস্টাররা এই সিরিজের নতুন নতুন তথ্য নিয়মিত সামনে আনছে। যেমন আজ আলোচ্য সিরিজের একটি নতুন রেন্ডার প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। ইমেজগুলিতে আসন্ন Infinix GT 10 Pro লাইনআপের ফোনগুলির সম্পূর্ণ ব্যাক ডিজাইন স্পষ্টভাবে লক্ষ্যণীয়। একই সাথে, এই রেন্ডার নিশ্চিত করছে যে Infinix ব্র্যান্ডিংয়ের এই লেটেস্ট স্মার্টফোন সিরিজকে লঞ্চ-পরবর্তী সময়ে দুটি ভিন্ন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
Infinix GT 10 Pro স্মার্টফোন সিরিজ দুটি কালার ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হবে
জানিয়ে রাখি, ইনফিনিক্স জিটি ১০ প্রো স্মার্টফোন সিরিজের অধীনে মোট দুটি, যথা - রেগুলার জিটি ১০ প্রো (Infinix GT 10 Pro) এবং উচ্চতর জিটি ১০ প্রো+ (GT 10 Pro+) মডেল নিয়ে আসা হবে। এক্ষেত্রে রেন্ডার অনুসারে, ফোন দুটি মিনি LED লাইট যুক্ত সেমি-ট্রান্সপারেন্ট রিয়ার ডিজাইন অফার করবে। যে কারণে ডিভাইসগুলি পূর্বসূরির থেকে সম্পূর্ণ স্বতন্ত্র তথা আরো প্রিমিয়াম লুক প্রদানে সক্ষম হবে। এছাড়া সিরিজটি সম্ভবত ইন্টারেক্টিভ ব্যাকলাইট ইন্টারফেস সহ আসবে, যার দরুন গেমিং অ্যাপ লঞ্চ করার সময় এবং নোটিফিকেশন বা চার্জিং সম্পর্কে অবহিত করার জন্য ব্যাক প্যানেলে থাকা মিনি LED লাইট আলোকিত হবে।
ফাঁস হওয়া রেন্ডারগুলি আরো নিশ্চিত করেছে যে, Infinix GT 10 Pro লাইনআপের স্মার্টফোন দুটি - ‘সাইবার ব্ল্যাক’ এবং ‘মিরেজ সিলভার’ নামের দুটি আকর্ষণীয় কালার বিকল্পের সাথে লঞ্চ হবে। যার মধ্যে, গাঢ় কালার ভ্যারিয়েন্টটি উজ্জ্বল অরেঞ্জ হাইলাইট অফার করবে। সিলভার কালার অপশনটি কালার-চেঞ্জিং ব্যাক প্যানেলের সাথে আসবে, যা UV লাইটের সংস্পর্শে এলেই স্টিল ব্লু থেকে ডাস্টি পিঙ্কে পরিবর্তিত হয়ে যাবে। উপরন্তু, ফোনগুলি স্লিক এবং সাইবার মেচা ডিজাইন অফার করবে বলেও জানা গেছে।
সর্বোপরি, রেন্ডার ইমেজে সিরিজটির ক্যামেরা মডিউলে '১০৮ মেগাপিক্সেল এআই (AI) ক্যামেরা' লেখা একটি টেক্সট আমাদের নজরে পড়েছে। যা নিশ্চিত করছে যে, ফোনগুলিতে হয়তো ১০৮ মেগাপিক্সেলের মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্ট অনুসারে, আপকামিং Infinix GT 10 Pro সিরিজের স্মার্টফোন-দ্বয় লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস (XOS) কাস্টম স্কিনে রান করতে পারে।
এদিকে, ধারাবাহিকভাবে আসন্ন সিরিজের নানা রকম তথ্য সামনে এলেও, ইনফিনিক্স কিন্তু এখনো তাদের এই লেটেস্ট লাইনআপের লঞ্চের সময় সম্পর্কে কোনো মন্তব্য করেনি। বরং বললে ভুল হবে না যে, সম্ভাব্য লঞ্চের দিনক্ষণ আড়ালে রাখার চেষ্টাই করছে সংস্থাটি। যদিও রিপোর্ট অনুযায়ী, Infinix GT 10 Pro স্মার্টফোন সিরিজক আগস্ট মাসে লঞ্চ হতে পারে।