Infinix Hot 20 5G: ১৫ হাজার টাকার কমে ৫জি ফোন, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
আজ অর্থাৎ ৬ই অক্টোবর ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করলো Infinix Hot 20 5G। এটি সংস্থার প্রথম 5G-রেডি 'হট-ব্র্যান্ডেড' স্মার্টফোন হিসাবে লঞ্চ হয়েছে। ফিচারের কথা বললে এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, ডাইমেনসিটি ৮-সিরিজ চিপসেট, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং রিভার্স চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার আলোচ্য হ্যান্ডসেটে ভার্চুয়াল র্যাম এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্টও পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি। চলুন Infinix Hot 20 5G স্মার্টফোনের দাম ও বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স হট ২০ ৫জি -এর ফিচার ও স্পেসিফিকেশন (Infinix Hot 20 5G features and specifications)
সদ্য আগত ইনফিনিক্স হট ২০ ৫জি স্মার্টফোনে একটি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর সহ এসেছে, যা ৫জি সংযোগের জন্য সমর্থন প্রদান করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০.৬ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে এতে, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি মেমরি পাওয়া যাবে। আর সংস্থার দাবি অনুসারে, অতিরিক্ত ভাবে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যামও অফার করবে এই মডেল। তদুপরি নিরাপত্তার জন্য উক্ত ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Infinix Hot 20 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল Samsung JN1 প্রাইমারি সেন্সর এবং একটি ডেপথ সেন্সর (রেজোলিউশন অজ্ঞাত)। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং স্ন্যাপার রয়েছে। এই হ্যান্ডসেট - সুপার নাইট মোড, সুপার নাইট ফিল্টার, পোর্ট্রেট মোড, শর্ট-ভিডিও মোড এবং আই-ট্র্যাকিংয়ের মতো ক্যামেরা ফিচার তথা মোড সাপোর্ট করে।
কানেক্টিভিটির জন্য এই ৫জি-এনাবল হ্যান্ডসেটে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিএস, এনএফসি (কন্টাক্টলেস পেমেন্টের জন্য), একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত করা হয়েছে৷ পরিশেষে Infinix Hot 20 5G -তে ১৮ ওয়াট চার্জিং ও ৫ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি সমর্থিত একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
ইনফিনিক্স হট ২০ ৫জি -এর দাম (Infinix Hot 20 5G price)
ইউরোপীয় বাজারের জন্য ইনফিনিক্স হট ২০ স্মার্টফোনের দাম ১৭৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ১৪,৪০০ টাকা) নির্ধারিত হয়েছে। এটি, রেসিং ব্ল্যাক, স্পেস ব্লু এবং ব্লাস্টার গ্রিন - এই তিনটি কালার ভ্যারিয়েন্টে এসেছে এবং বর্তমানে অনলাইন রিটেল স্টোর আলিএক্সপ্রেস (AliExpress) -এ কেনার জন্য তালিকাভুক্ত। ভারত সহ বিশ্ববাজারের জন্য আলোচ্য মডেলের লভ্যতা সংক্রান্ত তথ্য এখনো অজানা।