Infinix Hot 50: যেমন লুকস তেমন ফিচার্স, সস্তায় জবরদস্ত ফোন লঞ্চ করছে ইনফিনিক্স

By :  SUMAN
Update: 2024-08-28 15:07 GMT

জনপ্রিয় বাজেট স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স ভারতে একটি নতুন মডেল লঞ্চের ঘোষণা করল, যার নাম Infinix Hot 50 5G। ফোনটি 6 সেপ্টেম্বরে এদেশে পা রাখবে বলে জানানো হয়েছে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসটির লঞ্চের তারিখ, ডিজাইন, এবং মেজর স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নিই, Infinix Hot 50 5G কী কী চমক নিয়ে আসতে চলেছে।

Infinix Hot 50 5G ডিজাইন

বাজারে অন্যান্য স্মার্টফোনের তুলনায় ইনফিনিক্স হট 50 5G সম্পূর্ণ আলাদা দেখতে ক্যামেরা মডিউলের সঙ্গে আসছে। ক্যামেরা তিনটি লম্বালম্বি অবস্থিত। ডিভাইসটির ফ্রন্টে পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে রয়েছে, যা ভেজা হাতেও ব্যবহার করা যাবে। ফোনের টপ সাইডে কোনও হোল নেই। বামদিকে সিমের জন্য একটি স্লট রয়েছে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড বলে মনে করা হচ্ছে। জল থেকে সুরক্ষার জন্য মিলবে IP64 রেটিং। ফোনটি কালো, নীল, ও সবুজ রঙে উপলব্ধ হবে।

Infinix Hot 50 5G: স্পেসিফিকেশন ও ফিচার্স

ইনফিনিক্সের এই ফোনে Dimensity 6300 প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি ইঙ্গিত করে ডিভাইসটির দাম 12,000 টাকার আশেপাশে রাখা হতে পারে। ক্রেতারা 4 জিবি ও 8 জিবি র‍্যাম অপশনের মধ্যে বেছে নিতে পারবেন। দু'টি মডেলই 128 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ অফার করবে।

ইনফিনিক্স হট 50 5G সম্পর্কে আরও দুই বিষয় কনফার্ম করা গিয়েছে। এটি 7.8 মিমি স্লিম প্রোফাইল অফার করবে। এছাড়া, এতে TUV SUD A-লেভেল 60 মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন মিলবে। স্মার্টফোনটির ব্যাটারি, ক্যামেরা কেমন হবে, সেটা খুব শীঘ্রই প্রকাশ হবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News