108MP ক্যামেরা ও 8GB র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের সেল আজ, পাবেন প্রায় 2500 টাকা ছাড়

Update: 2022-09-01 05:26 GMT

Infinix Note 12 Pro গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আজ প্রথমবার ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। দুপুর বারোটা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনা যাবে। সেল অফার হিসেবে ক্রেতারা প্রায় ২,৫০০ টাকা ছাড় পাবেন। ফিচারের কথা বললে, Infinix Note 12 Pro ফোনে পাওয়া যাবে হেলিও জি৯৯ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Infinix Note 12 Pro এর দাম ও সেল অফার

ইনফিনিক্স নোট ১২ প্রো একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসেবে, ক্রেতারা প্রিপেড ট্র্যানজ্যাকশন করলে ১,৫০০ টাকা ছাড় পাবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ৭৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

Infinix Note 12 Pro এর স্পেসিফিকেশন, ফিচার

ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল টারশিয়ারি লেন্স। আবার সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

হাই বাজেট রেঞ্জের এই ফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। এতে ডিটিএস অডিও টেকনোলজি সমর্থিত ডুয়েল সাউন্ড সিস্টেম এবং এনএফসি কানেক্টিভিটির সাপোর্ট পাওয়া যাবে

Infinix Note 12 Pro ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার নিজস্ব এক্সওএস ১০.৬ (XOS 10.6) কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে ৫জি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 12 Pro ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News