আলো পড়তেই ম্যাজিক! Infinix এর আকর্ষণীয় ফোন আভিজাত্যের নতুন অধ্যায় রচনা করছে
ইনফিনিক্স গতকাল (২ জুন) ভারতে Infinix X2 Slim নোটবুক লঞ্চ করেছে, যার দাম ২৭,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে এবং এটি বর্তমানে ফ্লিপকার্টে কেনার জন্য উপলব্ধ রয়েছে। এছাড়া, আগামী ১৪ জুন কোম্পানি Infinix Note 30 5G লঞ্চ করবে, যা তার দামের বিচারে উৎকৃষ্ট একটি ফোন হতে চলেছে এবং গুচ্ছের বৈশিষ্ট্যের সাথে আসবে বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগে Note 30 5G-এর কিছু লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে, যা এর ডিজাইনের ধারণা দিয়েছে।
Infinix Note 30 5G লাইভ ইমেজ ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এল
গিজমোচীনা ইনফিনিক্স নোট ৩০ ৫জি এর কিছু লাইভ ইমেজ শেয়ার করেছে। মোবাইলটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে - ম্যাজিক ব্ল্যাক, ইন্টারস্টেলার ব্লু এবং সানসেট গোল্ড। কালো এবং নীলে ম্যাট-ফিনিশড পলিকার্বোনেট রিয়ার প্যানেল রয়েছে। আবার নীল রঙের ফোনটির ব্যাক প্যানেলে আলোর প্রতিফলনের ওপর নির্ভর করে ব্লু কালারের বিভিন্ন শেডে পরিবর্তন হতে দেখা গিয়েছে।
অন্যদিকে, সানসেট গোল্ড এডিশনটি তার চমৎকার লেদার ব্যাকের জন্য বাকি মডেলগুলির থেকে আলাদা, যা এর সামগ্রিক লুকে অভিনবত্বের ছোঁয়া যোগ করেছে। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেটে লেদার ব্যাক যুক্ত করার একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যেমনটা ইতিমধ্যেই ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ সিরিজ, মোটোরোলা এজ৪০, রিয়েলমি ১১ প্রো সিরিজ এবং ভিভো এক্স৯০ সিরিজের মতো মডেলে দেখা গেছে।
এছাড়া, Infinix Note 30 5G-এর সানসেট গোল্ডের লেদার ব্যাক এটিকে বিলাসবহুল এবং এলিগেন্ট লুক দিয়েছে। এছাড়াও, এটি আরামদায়ক গ্রিপ প্রদান করবে এবং সামগ্রিক ইউজার এক্সপেরিয়েন্স বাড়াবে। সানসেট গোল্ড ভ্যারিয়েন্টের একটি অনন্য আবেদন থাকলেও, অন্যান্য সংস্করণগুলিও কম যায় না। ম্যাজিক ব্ল্যাক এবং ইন্টারস্টেলার ব্লু ভ্যারিয়েন্টগুলিও নিজস্ব স্বতন্ত্রতা এবং আকর্ষণীয়তা অফার করে। চলুন Infunix Note 30 5G এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
Infinix Note 30 5G: স্পেসিফিকেশন ও ফিচার
Infinix Note 30 5G-তে বিশাল ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলটিপিএস স্ক্রিন রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, Note 30 5G-এর পিছনে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে। হ্যান্ডসেটটি Android 13 ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) ইউজার ইন্টারফেসে রান করে। এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জেবিএল ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 30 5G ফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গ্লোবাল মার্কেটে, এটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যায়। বর্তমানে, একই ভ্যারিয়েন্ট ভারতে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ফোনটির দাম লঞ্চের দিন, অর্থাৎ ১৪ জুন নিশ্চিত করা হবে। ওপরের স্পেসিফিকেশনগুলি দেখে অনুমান করা হচ্ছে যে বেস মডেলটির দাম প্রায় ১৫,০০০ টাকা হতে পারে। উল্লেখ্য, Infinix Note 30 সিরিজের অধীনে বিশ্ব বাজারে একাধিক মডেল এসেছে - Infinix Note 30i, Note 30, Note 30 5G, Note 30 Pro, এবং Note 30 VIP৷ এর মধ্যে Note 30 5G ভারতে লঞ্চ হতে চললেও, অন্যান্য মডেলগুলির ক্ষেত্রে কী ঘটবে, তা এখনও অজানা।