Redmi Note সিরিজের রাতের ঘুম কাড়বে Infinix, সস্তায় আনছে মন মাতানো ফোন
ইনফিনিক্স তাদের Note সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটির নাম হল Infinix Note 40 Pro। একে ইতিমধ্যেই বিভিন্ন দেশের পাবলিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন, এটি ইউরোপের ইইসি (EEC)-এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। আর কি কি তথ্য উঠে এসেছে এই সার্টিফিকেশন থেকে, আসুন জেনে নেওয়া যাক।
Infinix Note 40 Pro-কে দেখা গেল EEC-এর প্ল্যাটফর্মে
X6850B মডেল নম্বর সহ ইনফিনিক্স নোট ৪০ প্রো ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি-এর প্ল্যাটফর্মে হাজির হয়েছে। যদিও, তালিকায় এই ডিভাইসটি একা নয়, কারণ এটি X6860 এবং X6962 মডেল নম্বরগুলির পাশাপাশি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ, ইনফিনিক্স আরও দুটি মডেলের ওপরও একইসাথে কাজ করছে, যা শীঘ্রই ইউরোপীয় বাজারে লঞ্চ হতে পারে।
তবে, অন্য দুটি ডিভাইসের অফিসিয়াল নাম এখনও অজানা এবং তিনটি ডিভাইসেরই স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও তথ্য ইইসি-এর ডেটাবেসে উল্লেখ করা হয়নি। তবে, ইনফিনিক্স নোট ৪০ প্রো-কে সম্প্রতি গুগল প্লে কনসোল (Google Play Console), ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ ( Bluetooth SIG), মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), ডিক্লেয়ারেশন অফ কনফর্মিটি (Declaration of Conformity) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। এগুলি নিশ্চিত করেছে যে, স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকবে। এই চিপটি সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত হবে।
এছাড়াও জানা গেছে যে, Infinix Note 40 Pro-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৭০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ইনফিনিক্স ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ওএস-এ রান করবে এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট ও ব্লুটুথ ৫.৩ ভার্সন অফার করবে। ডিসপ্লে স্পেসিফিকেশনগুলি এখনও পুরোপুরি নিশ্চিত করা হয়নি, তবে এতে ফুলএইচডি+ রেজোলিউশন, ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউটের উপস্থিতি নিশ্চিত করা গিয়েছে।