অপূর্ব ডিজাইনের সঙ্গে লঞ্চ হল Infinix Note 40 সিরিজ Racing Edition, রয়েছে 108MP ক্যামেরা

Update: 2024-06-06 17:05 GMT

Infinix Note 40 Series Racing Edition দীর্ঘ জল্পনার পর আজ (৬ জুন) অবশেষে বাজারে পা রাখলো। কোম্পানির Note 40 সিরিজে অন্তর্ভুক্ত Infinix Note 40, Infinix Note 40 5G, Infinix Note 40 Pro, Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G - এই সবকটি মডেলেরই Racing Edition মার্কেটে এসেছে। এই বিশেষ সংস্করণের ডিভাইসগুলি বাহ্যিকদিক থেকে আলাদা হলেও এর স্পেসিফিকেশন রেগুলার মডেলগুলির মতোই। আসুন Infinix Note 40 Series Racing Edition এর দাম এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Infinix Note 40 Series Racing Edition লঞ্চ হল

ইনফিনিক্স নোট ৪০ সিরিজের বিশেষ সংস্করণের মডেলগুলি ব্র্যান্ড এবং বিএমডাব্লিউ গ্রুপ ডিজাইনওয়ার্কস (BMW Group Designworks) যৌথ প্রয়াসের ফল। ডিভাইসের পিছনে থাকা আইকনিক লাইনগুলির সাথে ‘উইং অফ স্পিড’ ডিজাইনটি তুলে ধরা হয়েছে। আরও ভাল গ্রিপ অফার করতে সাহায্য করার জন্য রেখাগুলি ছোট রিজের মতো খাঁজ তৈরি করে। এগুলি একটি উন্নত ইউভি ট্রান্সফার প্রিন্টিং প্রসেস ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রেসিং এডিশন লাইনআপের পাঁচটি স্মার্টফোনই একটি গ্লসি ফিনিশ সহ একটি সিলভার কালার অপশনের সাথে আসে। শুধু তাই নয়, রিয়ার ক্যামেরা মডিউলে সহজে চেনা যায় এমন ট্রাই-কালার রয়েছে। ইনফিনিক্স নোট ৪০ সিরিজের রেসিং এডিশন সফটওয়্যারেও কিছু পরিবর্তন এনেছে। ইউজাররা এতে এক্সক্লুসিভ ওয়ালপেপার এবং ইউজার ইন্টারফেস উপাদানগুলি পাবেন, যা রেসট্র্যাক দ্বারা অনুপ্রাণিত। ইনফিনিক্স নোট ৪০ সিরিজের টপ-এন্ড মডেল ইনফিনিক্স নোট ৪০ প্লাস ৫জি ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৩ডি কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১০৮ মেগাপিক্সেলের সুপার জুম ক্যামেরা, ১০০ ওয়াট অলরাউন্ড ফাস্ট চার্জ ২.০ এবং ২০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ।

Infinix Note 40 Series Racing Edition: মূল্য এবং লভ্যতা

১. Infinix Note 40 Racing Edition- প্রারম্ভিক মূল্য ২০৯ ডলার (প্রায় ১৭,৫০০ টাকা)

২. Infinix Note 40 5G Racing Edition - প্রারম্ভিক মূল্য ২৫৯ মার্কিন ডলার (প্রায় ২১,৬২৫ টাকা)

৩. ইনফিনিক্স নোট 40 প্রো Racing Edition - প্রারম্ভিক মূল্য ২৭৯ ডলার (প্রায় ২৩,৩০০ টাকা)

৪. Infinix Note 40 Pro 5G Racing Edition – প্রারম্ভিক মূল্য ৩০৯ ডলার (প্রায় ২৫,৮০০ টাকা)

৫. Infinix Note 40 Pro+ 5G Racing Edition – প্রারম্ভিক মূল্য ৩২৯ মার্কিন ডলার (প্রায় ২৭,৪৭০ টাকা)

নতুন সীমিত সংস্করণের ডিভাইসগুলি আজ থেকে বিশ্বব্যাপী উপলব্ধ হবে।

Tags:    

Similar News