Infinix আনছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন, iPhone Pro মডেলকেও হার মানাবে

By :  techgup
Update: 2024-09-14 03:22 GMT

কয়েকদিন আগেই ভারতে এসেছে Infinix Hot 50 5G। তবে কোনো বিরাম না নিয়েই ইনফিনিক্স তাদের পরবর্তী স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। জানা গেছে, আসন্ন এই ডিভাইসটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন (ফোল্ডেবল বাদে) হবে, যা ৬ মিমির থেকেও পাতলা হবে। ইতিমধ্যেই এই হ্যান্ডসেটের লাইভ ছবি সামনে এসেছে এবং একে আইফোনের সাথে তুলনা করা হচ্ছে।

Infinix এর এই ফোনটি ৬ মিমির চেয়েও পাতলা হবে

ইনফিনিক্স ইনসাইডারের থেকে লাইভ ছবিগুলি পেয়েছে প্যাশনগিকজ। ছবিতে স্পষ্ট যে ফোনটি খুব পাতলা হবে। আর এতে থ্রিডি কার্ভড প্যানেল দেখা যাবে। পিছনের প্যানেলটিও কার্ভড হবে। এর ব্যাক প্যানেলের ডিজাইন Infinix Hot 50 5G এর মতো হবে।

আরও পড়ুন: Amazon ও Flipkart সেল থেকে নতুন স্মার্টফোন কেনার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন, ঠকবেন না

এই ব্যাক প্যানেলে বড় আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকবে, যার ভিতরে তিনটি ক্যামেরা লেন্স দেওয়া হবে। ক্যামেরা লেন্সের পাশে থাকবে এলইডি ফ্ল্যাশ। যদিও ব্যাক প্যানেলে কোনো ব্র্যান্ডিং দেখা যায়নি। এছাড়া এই মুহুর্তে ইনফিনিক্স ফোন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।

এদিকে, প্যাশনগিকজ তাদের প্রতিবেদনে নতুন ইনফিনিক্স ফোনের সাথে আইফোন প্রো / প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টের সাথেও তুলনা করেছে। কারণ সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন ১৬ ৭.৮০মিমি পুরু এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৮.২৫ মিমি পুরু।

Tags:    

Similar News