Infinix Smart 8: 90hz স্ক্রিন সহ 8GB র‍্যাম, ইনফিনিক্সের নতুন ফোন মাত্র 8500 টাকায়

Update: 2023-11-09 16:46 GMT

ইনফিনিক্স আজ একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। যার নাম Infinix Smart 8। উল্লেখযোগ্যভাবে, এই ফোনটি Tecno POP 8-এর সঙ্গে অনেকটা মিলে যায়, যা ক'দিন আগেই বাজারে এসেছে। তবে এতে আশ্চর্যের কিছু নেই, কারণ ইনফিনিক্স এবং টেকনো উভয়ই ট্রানজিয়ন হোল্ডিংসের অধীনস্থ ব্র্যান্ড৷ Infinix Smart 8-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে এইচডি+ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, UniSoc T606 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন ফোনটির খুঁটিনাটি জেনে নিই।

Infinix Smart 8-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ইনফিনিক্স স্মার্ট ৮-এ এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট রয়েছে এবং ব্র্যান্ড একে ম্যাজিক রিং হিসাবে উল্লেখ করেছে, কারণ এটি পিল-আকৃতির কাটআউটে প্রসারিত হয় এবং অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো চার্জিং ও স্ট্যাটাস আপডেট প্রদর্শন করে। নিরাপত্তার জন্য, ইনফিনিক্স স্মার্ট ৮-এর পাওয়ার বাটনে এম্বেড করা একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

ইনফিনিক্স স্মার্ট ৮-এ গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল রয়েছে। এতে বর্গাকার ক্যামেরা মডিউল বিদ্যমান। ক্যামেরা সিস্টেমে একটি ১৩ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে, যা একটি ভিজিএ ডেপ্থ লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিটের সাথে যুক্ত। আর ফোনের সামনে, একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পারফরম্যান্সের জন্য, Infinix Smart 8-এ ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ৪ জিবি ভার্চুয়াল মিলবে। এটি ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করে, তবে একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Smart 8-এ ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট রয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম স্কিনে রান করবে।

Infinix Smart 8-এর মূল্য এবং উপলব্ধতা

নাইজেরিয়াতে Infinix Smart 8 লঞ্চ হয়েছে ৮২,০০০ নাইরাতে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮,৫০৪ টাকা৷ ফোনটি টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট, ক্রিস্টাল গ্রিন এবং গ্লসি গোল্ড কালারে বেছে নেওয়া যাবে। Infinix Smart 8 অন্যান্য দেশে কবে লঞ্চ হবে, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।

Tags:    

Similar News