Infinix Smart 8: 50 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন, মাত্র 7499 টাকায় কেনার সুযোগ

By :  SUMAN
Update: 2024-01-15 17:52 GMT

গত ১৩শে জানুয়ারি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে Infinix Smart 8। এর দাম এদেশে ৭,৫০০ টাকারও কম রাখা হয়েছে। আর আজ (১৫ই জানুয়ারি) প্রতিশ্রুতি মতো এটি ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হল। বিশেষত্বের কথা বললে এতে - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। চলুন Infinix Smart 8 স্মার্টফোনের দাম, প্রাপ্যতার এবং ফিচারের বিশদ জেনে নেওয়া যাক।

ভারতে Infinix Smart 8 স্মার্টফোনে দাম এবং লভ্যতা

ভারতের বাজারে Infinix Smart 8 স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা রাখা হয়েছে। এটি – গ্যালাক্সি হোয়াইট, রেইনবো ব্লু, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক কালার অপশনে এসেছে। আগ্রহীরা আজ থেকেই ই-রিটেলার ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে এই হ্যান্ডসেট কিনতে পারবেন।

Infinix Smart 8 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের (ইনফিনিক্স ম্যাজিক রিং নামে পরিচিত) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি, ইনফিনিক্স ম্যাজিক রিং ফিচারটি অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো চার্জিং ও স্ট্যাটাস আপডেট প্রদর্শন করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ইনফিনিক্স ব্র্যান্ডের এই হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম স্কিনে রান করে।

Infinix Smart 8 স্মার্টফোনের রিয়ার প্যানেলে গ্রেডিয়েন্ট ডিজাইন এবং বর্গাকার ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়। এই মডিউলে এলইডি ফ্ল্যাশ এবং দুটি সেন্সর বিদ্যমান রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। তদুপরি পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 8 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা টাইপ-সি পোর্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য এর পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকছে।

Tags:    

Similar News