বাজেটের মধ্যে ফাটাফাটি ফিচার, ২০ ডিসেম্বর ভারতে লঞ্চ হচ্ছে Infinix Zero 5G 2023
Infinix খুব শীঘ্রই ভারতের বাজারে একটি নতুন 5G-কানেক্টিভিটির স্মার্টফোন লঞ্চ করতে চলেছে৷ যদিও ভারতে আসন্ন এই হ্যান্ডসেটের নাম এখনো নিশ্চিত করেনি সংস্থাটি। তবে এর লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। আমাদের অনুমান ভারতে আসন্ন ফোনটির নাম রাখা হতে পারে Infinix Zero 5G 2023, যা গত নভেম্বরে MediaTek Dimensity 1080 5G প্রসেসর ও FHD+ ডিসপ্লে প্যানেল সহ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল।
Infinix Zero স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চ হচ্ছে
ইনফিনিক্সের ঘোষণা অনুসারে, আগামী ২০ই ডিসেম্বর ভারতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টে ইনফিনিক্স জিরো সিরিজের ফোনের উপর থেকে পর্দা সরানো হবে। আর এই ফোনটি ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ হতে পারে। আসুন এর স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Infinix Zero 5G 2023 এর স্পেসিফিকেশন (গ্লোবাল ভ্যারিয়েন্ট)
ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ স্মার্টফোনে রয়েছে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০ পিক্সেল) IPS LTPS ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে এআরএম মালি-জি৬৮ এমসি৪ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিন পাওয়া যাবে৷ আর এই ডিভাইসে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। এছাড়া এতে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে Infinix Zero 5G 2023 স্মার্টফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল লেন্স। এই রিয়ার ক্যামেরা-ত্রয়ী ৪কে রেজোলিউশনে ভিডিও রেকর্ডিংয়ে সক্ষম। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের ডুয়াল ফ্ল্যাশ সহ ১৬-মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। তদুপরি কানেক্টিভিটির জন্য আলোচ্য মডেলে - ওয়াই-ফাই ৬, ব্লুটুথ, ডুয়াল-সিম (ন্যানো) স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত৷ পরিশেষে Infinix Zero 5G 2023 স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।
প্রসঙ্গত, Infinix Zero 5G 2023 স্মার্টফোনকে ব্ল্যাক, হোয়াইট, এবং অরেঞ্জ কালার বিকল্পের সাথে গত মাসে বিশ্ব বাজারে ২৩৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১৯,৭০০ টাকা) মূল্যে লঞ্চ করা হয়েছিল। ফলে ভারতের বাজারেও এটি লো মিড-রেঞ্জে অর্থাৎ ২০,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকার মধ্যে আসবে বলে আমাদের অনুমান।