Intel লঞ্চ করল বিশ্বের সবচেয়ে দ্রুত ডেস্কটপ প্রসেসর Core i9-12900KS, দাম জেনে নিন

Update: 2022-03-29 07:44 GMT

ইন্টেল (Intel) অবশেষে লঞ্চ করলো তাদের ১২তম প্রজন্মের Intel Core i9-12900KS ডেক্সটপ প্রসেসরটি। সংস্থা এই প্রসেসরের যাবতীয় বিবরণ প্রকাশ করেছে। সর্বোচ্চ ৫.৫ গিগাহার্টজ ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সির এই চিপটিকে "পৃথিবীর সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসর" বলে অভিহিত করা হয়েছে। সেরা ইন্টেল প্রযুক্তির সাথে Intel Core i9-12900KS ব্যবহারকারীদের চূড়ান্ত গেমিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে বলেই আশা করা হচ্ছে। এই নয়া প্রসেসরে সাপোর্ট করে ইন্টেলের থার্মাল ভেলোসিটি বুস্ট এবং অ্যাডাপটিভ বুস্ট টেকনোলজি। আসুন গেমারদের উদ্দেশ্যে বাজারে আসা দ্রুততম Intel Core i9-12900KS ডেক্সটপ প্রসেসরের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।

ইন্টেল আই৯-১২৯০০কেএস- এর দাম (Intel Core i9-12900KS Price)

সংস্থার তরফে ইন্টেল আই৯-১২৯০০কেএস প্রসেসরের জন্য ৭৩৯ ডলার (প্রায় ৫৬,০০০ টাকা) রেকমেন্ডেড কাস্টমার প্রাইস বা প্রস্তাবিত গ্রাহক মূল্য নির্ধারণ করা হয়েছে৷ তাই আশা করা যায় ভারতে এই ডেক্সটপ প্রসেসরটির দাম প্রায় ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকার মধ্যেই রাখা হতে পারে। ৫ এপ্রিল থেকে নতুন ইন্টেল চিপসেটটির বিশ্বব্যাপী সেল শুরু হবে৷

ইন্টেল আই৯-১২৯০০কেএস- এর স্পেসিফিকেশন (Intel Core i9-12900KS Specifications)

ইন্টেল জানিয়েছে যে কোর আই৯-১২৯০০কেএস ৫.৫ গিগাহার্টজ পর্যন্ত সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি সরবরাহ করে। অন্যদিকে, এর প্রতিদ্বন্দ্বী এএমডি (AMD)-এর রাইজেন ৯ ৫৯০০এক্স- এর বেস ক্লক স্পিড ৪.৮ গিগাহার্টজ। তাই এই নতুন ইন্টেল প্রসেসরে উল্লেখযোগ্য পারফরম্যান্স স্পিড দেখতে পাওয়া যাবে বলে আশা করা যায়। এছাড়া, এই দ্রুত প্রসেসিং স্পিডটি ইন্টেলের প্রযুক্তিগুলির দ্বারা সাপোর্টেড। এগুলি হল- থার্মাল ভেলোসিটি বুস্ট এবং অ্যাডাপটিভ বুস্ট টেকনোলজি।

অন্য যেকোন টপ-এন্ড প্রসেসরের মতোই, ইন্টেল জানিয়েছে যে, কোর আই৯-১২৯০০কেএস হার্ডকোর গেমারদের অভূতপূর্ব গেমিংয়ের অভিজ্ঞতা অফার করবে। ইন্টেল তাদের নতুন Core i9-12900KS ডেক্সটপ প্রসেসরটি সেইসমস্ত এন্থুসিয়াস্ট এবং গেমারদের টার্গেট করে বাজারে এনেছে যারা বাজারে উপলব্ধ সবচেয়ে দ্রুত গতির প্রসেসরের খোঁজে থাকে। এই চিপে ২৪ টি থ্রেড সহ আটটি পারফরম্যান্স-কোর এবং আটটি এফিশিয়েন্ট-কোর সহ মোট ১৬ কোর রয়েছে। পারফরম্যান্সের ক্ষেত্রে, ৫.৫ গিগাহার্টজ সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি, ১৫০ ওয়াট প্রসেসর বেস পাওয়ার, এবং ৩০ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ পাওয়া যাবে।

এছাড়াও, এই প্রসেসরে পিসিআইই জেন ৫.০ (PCIe Gen 5.0) এবং ৪.০ সাপোর্ট করে এবং এতে ডিডিআর৫ ৪৮০০ এমটি/এস (DDR5 4800 MT/s) এবং ডিডিআর৫ ৩২০০ এমটি/এস (DDR4 3200 MT/s) পর্যন্ত মেমরি স্পিড মিলবে। সংস্থা এও জানিয়েছে যে, Core i9-12900KS লেটেস্ট বিআইওএস (BIOS) সহ জেড৬৯০ মাদারবোর্ডের জন্য উপযুক্ত। জানা যাচ্ছে এই নতুন প্রসেসরটি বিশ্বব্যাপী খুচরো বিক্রেতাদের কাছে একটি বক্সযুক্ত প্রসেসর হিসাবে পাওয়া যাবে। তবে প্রত্যক্ষ বিক্রয় ছাড়াও, শীঘ্রই ইন্টেলের অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM)-দের উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারগুলিতে এই Core i9-12900KS প্রসেসরটি ব্যবহৃত হতে দেখা যাবে।

Tags:    

Similar News