iOS 18.2 Release Date: আইফোনে আসছে ফাটাফাটি এআই ফিচার্স, এক ক্লিকেই চ্যাটজিপিটি-সহ গুচ্ছের সুবিধা

iOS 18.2 Release Date - ২ ডিসেম্বর ছাড়া হবে আইওএস ১৮.২ সফটওয়্যার। সেখানে যে নতুন সুবিধাগুলি পাওয়া যাবে তার মধ্যে অন্যতম - ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিযুক্ত চ্যাটজিপিটি, জেনমোজি, ইমেজ প্লেগ্রাউন্ড এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স।

Update: 2024-11-04 13:56 GMT

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত নানা পরিষেবা এবার হাতের মুঠোয়। আইফোনে যুক্ত হতে চলেছে চ্যাটজিপিটি। ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারের সঙ্গে এই চ্যাটবট ব্যবহার করতে পারবেন মোবাইল ব্যবহারকারীরা। আইওএস ১৮.২ অপারেটিং সিস্টেম আপডেটে গুচ্ছের সকল সুবিধা অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে অ্যাপল। ডিসেম্বরে অপারেটিং সিস্টেমটি প্রথম পর্যায়ে ছাড়তে চলেছে সংস্থাটি।

ইতিমধ্যে এআই নিয়ে নানা গবেষণা শুরু করেছে অ্যাপল। আনা হয়েছে সংস্থার নিজস্ব অ্যাপল ইন্টেলিজেন্স সিস্টেম। যা দৈনন্দিন নানা কাজ সহজ করে দেবে বলে দাবি বিজ্ঞানীদের। চাকরির রেজ্যুমে থেকে শুরু করে প্রেমিকার জন্য প্রেমপত্র লেখা, সবেতেই অপ্রতিরোধ্য এআই চ্যাটবট।

ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ২ ডিসেম্বর ছাড়া হবে আইওএস ১৮.২ সফটওয়্যার। সেখানে যে নতুন সুবিধাগুলি পাওয়া যাবে তার মধ্যে অন্যতম - ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিযুক্ত চ্যাটজিপিটি, জেনমোজি, ইমেজ প্লেগ্রাউন্ড এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স। তবে এগুলির মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ হতে পারে ওপেনএআইয়ের আলোড়ন ফেলে দেওয়া এআই চ্যাটবট।

আইফোনে এবার চ্যাটজিপিটি

ওপেনএআইয়ের সঙ্গে হাত মিলিয়েছে অ্যাপল। আইফোন, ম্যাক এবং আইপ্যাডে চ্যাটজিপিটির সুবিধাগুলি পাওয়া যাবে। সিরির মাধ্যমে নানা জটিল কাজ কম সময়ে সেরে নিতে পারবেন ব্যবহারকারীরা। যেমন এআই দিয়ে ছবি তৈরি করা, টেক্সট ড্রাফট করা, চাকরির জন্য সিভি তৈরি করা, বড় পিডিএফ থেকে মূল বিষয়গুলি হাইলাইট করা, নির্দিষ্ট কোনও বিষয়ে প্রতিবেদন লেখা ইত্যাদি।

চ্যাটজিপিটি ও ব্যবহারকারীর মধ্যে ব্রিজ হিসাবে কাজ করবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার সিরি। এআইয়ের সাহায্য নেওয়ার জন্য আপনাকে আলাদা কোনও অ্যাপে যেতে হবে না। এক ক্লিকেই পেয়ে যাবেন সমস্ত ডেটা। চ্যাটজিপিটি ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসছে এআই জেনমোজি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স, আপডেটেড রাইটিং টুলস, ইমেজ ওয়ান্ড, ইমেজ প্লেগ্রাউন্ড-এর মতো একাধিক অত্যাধুনিক ফিচার্স।

আগামী মাসে নতুন ওএস চালু করছে অ্যাপল। আইফোন ১৫, ১৬ সিরিজে যুক্ত হবে এই সুবিধাগুলি। ধাপে ধাপে নতুন অপারেটিং সিস্টেম রোল আউট করা হবে বলে জানিয়েছে অ্যাপল।

Tags:    

Similar News