Flipkart-এর বাম্পার অফার, ৫০,০০০ টাকারও কমে কেনা যাবে iPhone 13

Update: 2022-09-02 09:22 GMT

খুব সম্ভবত আগামী সপ্তাহেই লঞ্চ হবে Apple (অ্যাপল)-এর নতুন iPhone 14 (আইফোন ১৪) সিরিজ। এদিকে, নতুন আইফোন (iPhone) লঞ্চ হলে পুরনো মডেলের দাম কমবে – এই রীতি মেনে ইতিমধ্যেই বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট আগের বছরগুলিতে বাজারে আসা আইফোনগুলি (পড়ুন বেস্ট সেলিং) বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে। এর মধ্যে গত বছর লঞ্চ হওয়া iPhone 13 (আইফোন ১৩)-তে এমন কিছু আকর্ষণীয় অফার মিলছে, যা প্রিমিয়াম ডিভাইস প্রেমীদের iPhone 14 বুক করার আগে ভাবতে বাধ্য করবে৷ যেমন জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট) iPhone 13-তে ব্যাঙ্ক অফারের পাশাপাশি বিরাট এক্সচেঞ্জ অফার দিচ্ছে, যার ফলে ক্রেতারা এটি প্রায় ৫০,০০০ টাকাতে কিনতে পারবেন। শুনে আগ্রহ বোধ করছেন? তাহলে আসুন অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

iPhone 13-তে Flipkart দিচ্ছে এই অফার

বর্তমানে আইফোন ১৩ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৬৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে, এমনিতে এর দাম ৭৯,৯৯৯ টাকা। সেক্ষেত্রে আপনি যদি এইচডিএফসি (HDFC) ক্রেডিট কার্ড ব্যবহার করে আইফোনটি কেনেন, তবে আপনি ডিভাইসে ২,০০০ টাকা ছাড় পেতে পারেন। এছাড়াও, সংস্থাটি এটি কেনার ক্ষেত্রে পুরনো ডিভাইসের বদলে ১৯,৯০০ টাকা এক্সচেঞ্জ টাকা অফার করছে। সবমিলিয়ে আপনারা ৬৯,৯৯৯ - (২,০০০+১৯,) টাকা = ৪৮,৯৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। তবে মনে রাখবেন যে, পুরনো ফোন এক্সচেঞ্জ করলেই যে আপনি ১৯,০০০ টাকা দাম পাবেন তা কিন্তু নেই। এক্ষেত্রে আপনার পুরনো ফোনের দাম নির্ভর করবে মডেল এবং বর্তমান অবস্থার ওপর। এখন প্রশ্ন হচ্ছে আইফোন ১৩-তে এমন কী বিশেষ ফিচার রয়েছে, যার জেরে আপনার লেটেস্ট মডেল না কিনলেও চলবে?

iPhone 13-র স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, আইফোন ১৩-তে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সিআর ওএলইডি (XDR OLED) ডিসপ্লে, যার রেজোলিউশন ২৫৩২×১১৭০ পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি ৪৬০ পিপিআই। এই স্মার্টফোনটি এ১৫ (A15) বায়োনিক ৫এনএম (5nm) হেক্সা-কোর প্রসেসর দ্বারা চালিত, যেখানে এতে পাওয়ার ব্যাকআপের জন্য ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৩,২৪০ এমএএইচ ব্যাটারি মিলবে। পাশাপাশি এটি সফ্টওয়্যার হিসেবে আইওএস ১৫ (iOS 15) বহন করবে। এছাড়া ফটোগ্রাফির জন্য, আইফোন ১৩ ইউজাররা ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। তাই সব কিছু খতিয়ে দেখে আপনি আসন্ন আইফোন ১৪-র জন্য বেশি খরচ না করে আইফোন ১৩ কিনতেই পারেন!

Tags:    

Similar News