Valentine’s Day Sale: প্রথমবার সবচেয়ে সস্তায় iPhone 14, ৩০ হাজার টাকা পর্যন্ত বাঁচান

By :  techgup
Update: 2023-02-07 11:53 GMT

আর কয়েকটা দিন পরেই ভ্যালেনটাইন্স ডে। এই দিনে ভালোবাসার মানুষটিকে পছন্দের জিনিস উপহার দিয়ে খুশি করার চেষ্টা কমবেশি সকলেই করে থাকেন। সেক্ষেত্রে চলতি বছরে আপনার মনের মানুষকে এই ভালোবাসার দিনে আপনি যদি একটি ব্র্যান্ড-নিউ লেটেস্ট iPhone গিফট করতে আগ্রহী হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে Apple সংস্থার প্রিমিয়াম রিসেলার কোম্পানি Imagine হালফিলে Valentine’s Day Sale-এর আয়োজন করেছে। এই অনলাইন সেলে বাম্পার ডিসকাউন্টে লেটেস্ট iPhone 14 কিনতে সক্ষম হবেন ক্রেতারা। এমনিতে যদিও Apple-এর এই চমকপ্রদ স্মার্টফোনগুলি কিনতে হলে ইউজারদের বেশ বড়ো অঙ্কের টাকা খসাতে হয়, কিন্তু Imagine কর্তৃক আয়োজিত উক্ত সেলে কার্ড ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের দৌলতে ইদানীংকালে ৫০,০০০ টাকার কম খরচে একটি ব্র্যান্ড-নিউ iPhone 14 খরিদ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া, iPhone 14 Plus-ও দারুণ ছাড়ে কেনা যাবে। ফলে আসন্ন ভালবাসার দিনে প্রিয় মানুষটিকে চমকে দিতে চাইলে ক্রেতাদের এই অফারটি হাতছাড়া করা কিন্তু মোটেই উচিত হবে না।

Imagine-এর Valentine’s Day Sale-এ বাম্পার ডিসকাউন্টে কিনে নিন iPhone 14

প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২২ সালের সেপ্টেম্বরে আইফোন ১৪ সিরিজের ওপর থেকে পর্দা সরায় অ্যাপল। এই সিরিজের অধীনে চারটি প্রিমিয়াম ডিভাইস বাজারে আসে - আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। উল্লেখ্য, আইফোন ১৪-এর বেস ১২৮ জিবি স্টোরেজযুক্ত মডেলটি এদেশে ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। আবার, ফোনটির ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮৯,৯০০ টাকা এবং ১,০৯,৯০০ টাকা। তবে সাম্প্রতিককালে চলমান ইম্যাজিনের ভ্যালেন্টাইন্স ডে সেলে ১২৮ জিবি মডেলটি অনেকটাই সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা।

আপনাদেরকে জানিয়ে রাখি, ইম্যাজিন কর্তৃক আয়োজিত ভ্যালেন্টাইন্স ডে সেলে আইফোন ১৪ কিনলে ৬,০০০ টাকা অগ্রিম ছাড় পাওয়া যাবে। তদুপরি, এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৪,০০০ টাকা ক্যাশব্যাক পেতে সক্ষম হবেন ক্রেতারা। ফলে উক্ত দুটি অফারকে একজোট করলে আইফোন ১৪-এর বেস ভ্যারিয়েন্টের দাম কমে দাঁড়াবে ৬৯,৯০০ টাকা। তদুপরি, সংস্থা কর্তৃক প্রদত্ত ট্রেড-ইন অফারের দৌলতে পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কিনলে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। ফলে উপরিউক্ত সবকটি অফারকে একত্রিত করলে হালফিলে ৫০,০০০ টাকার কম খরচে মনের মানুষকে আইফোন ১৪ উপহার দিতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

Imagine-এর Valentine’s Day Sale-এ iPhone 14 Plus-ও বেশ খানিকটা সস্তায় কেনা যাবে

এর পাশাপাশি চলতি সেলে ৮৯,৯০০ টাকা দামের আইফোন ১৪ প্লাসও দুর্দান্ত ছাড়ে কেনা যাবে। উল্লেখ্য, আইফোনের এই মডেলটিতে বর্তমানে ৭,০০০ টাকা অগ্রিম ছাড় প্রদান করছে ইম্যাজিন। আবার, এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড মারফত পেমেন্ট করলে মিলবে ৪,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ফলে দুটি অফারকে একজোট করলে চলতি সময়ে ১১,০০০ টাকা ছাড়ে এই হ্যান্ডসেটটি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। অর্থাৎ সহজে বললে, সাম্প্রতিককালে চলমান ইম্যাজিনের ভ্যালেন্টাইন্স ডে সেলে আইফোন ১৪ প্লাস কিনতে হলে ক্রেতাদের ৭৮,৯০০ টাকা ব্যয় করতে হবে।

https://youtu.be/vBPIiUa4OTE

Tags:    

Similar News