iPhone 14 Pro আসছে চমৎকার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সাথে, Apple এর বড় পরিকল্পনা
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! তারপরই অ্যাপল বিশ্ববাজারে লঞ্চ করবে তাদের লেটেস্ট iPhone 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপের ডিভাইসগুলি আগামী ৭ আগস্ট লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর iPhone 14-এর লঞ্চ ইভেন্টের দিনটি যত এগিয়ে আসছে ততই অনলাইনে মডেলগুলির সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ ফাঁস হচ্ছে। যেমন সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, এই সিরিজের Pro মডেলগুলিতে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার দেখা যাবে। আর এখন এক জনপ্রিয় অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক দাবি করেছেন যে, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max নতুন আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সাথে আসবে।
iPhone 14 Pro মডেলগুলির আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় আসবে বদল
তাইওয়ানের ব্যবসায়িক গ্রুপ কেজিআই সিকিউরিটিজ (KGI Securities)-এর বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছেন যে, অ্যাপলের আসন্ন আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলিতে একটি নতুন সেন্সর থাকবে, যা ১.৪ মাইক্রোমিটার (µm) পিক্সেল ক্যাপচার করতে সক্ষম হবে। এটি আরও ডিটেইল যুক্ত শট এবং আরও ভাল লো লাইট পারফরম্যান্স অফার করতে সহায়তা করবে। এটি লক্ষনীয় যে, বিদ্যমান আইফোন ১৩ সিরিজের প্রো ভ্যারিয়েন্টগুলিতে ব্যবহৃত আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সরটি ১.০ মাইক্রোমিটার (µm) পিক্সেল ক্যাপচার করতে পারে।
এছাড়াও, মিং-চি কুও জানিয়েছেন যে, ডিভাইসগুলি সনির সিএমওএস (CMOS) ইমেজিং সেন্সর ব্যবহার করবে। এটি একটি নতুন ভয়েস কয়েল মোটর (VCM) এবং একটি নতুন কমপ্যাক্ট ক্যামেরা মডিউলের সাপোর্ট সহ আসবে বলে জানা গেছে। কুও আরও বলেছেন যে, এই ভিসিএম-টি তাইওয়ানের দুই সংস্থা মাইনবে (Minebea) এবং লারগান (Largan) সরবরাহ করবে। আবার এলজি (LG) আইফোন ১৪ প্রো মডেলগুলির প্রধান ক্যামেরা মডিউলের সরবরাহকারী হতে পারে। তবে, এই উপাদানগুলির জন্য অ্যাপল বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এমনকি জানা গেছে যে, কম্পোনেন্টগুলি বর্তমান আইফোন মডেলগুলির তুলনায় ৭০ শতাংশ বেশি ব্যয়বহুল হবে।
প্রসঙ্গত, Apple iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এর রিয়ার ক্যামেরা মডিউলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ৪-ইন-১ পিক্সেল বিনিং পদ্ধতি ব্যবহার করে। সুতরাং, আইফোনের এই নতুন প্রো মডেলগুলি আরও ভাল কালার অ্যাক্যুরেসি এবং ডিটেইলস যুক্ত ছবি অফার করবে বলে আশা করা হচ্ছে। আবার প্রো মডেলগুলির ফ্রন্ট ক্যামেরাটিও বড় আপডেট পেতে পারে, শোনা যাচ্ছে এতে এফ/১.৯ অ্যাপারচার সহ অটোফোকাস সাপোর্ট করবে। তাই বর্তমান আইফোনের ফিক্সড ফোকাস ক্যামেরার তুলনায় আপকামিং হ্যান্ডসেটগুলি ব্যবহারকারীদের আরও ভালো মানের ছবি প্রদান করতে পারবে।
এছাড়া, iPhone 14 সিরিজে অ্যাস্ট্রোফটোগ্রাফি মোডও রয়েছে বলে জানা গেছে। অ্যাপল ইতিমধ্যেই আগামী ৭ সেপ্টেম্বর আয়োজিত লঞ্চ ইভেন্টটির জন্য আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে এবং এর ব্যানারে একটি স্পেস থিম দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে নতুন আইফোনটিতে স্যাটেলাইট কানেক্টিভিটি অপশন ছাড়াও একটি অ্যাস্ট্রোফটোগ্রাফি ফিচারও থাকতে পারে। যদি এটি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে iPhone 14 ব্যবহার করে চাঁদ, তারা বা মহাকাশের ছবিও ক্যাপচার করা সম্ভব হবে। তবে, এই ফিচারটি সম্ভবত ইনস্ট্যান্ট আউটপুট দেবে না। অবশ্যই এর এক্সপোজার টাইম দীর্ঘ হবে এবং ক্যামেরার অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ সামগ্রিকভাবে একটি ভাল মানের চিত্র অফার করতে কিছুটা সময় নেবে।