অ্যান্ড্রয়েড ফোনকে টেক্কা, Apple iPhone 15 Pro Max আসছে সর্বোচ্চ জুমের সাথে
Apple তাদের আসন্ন আইফোন সিরিজকে কয়েকটি নয়া আপগ্রেডের সাথে লঞ্চ করার পরিকল্পনা করছে। জানা গেছে আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলা iPhone 15 সিরিজের সমস্ত মডেলে ডাইনামিক আইল্যান্ড দেখা যাবে। অন্যদিকে, iPhone 15 Pro মডেলটি প্রিমিয়াম টাইটানিয়াম চ্যাসিস বডি এবং তুলনায় বড় ক্যামেরা বাম্প অফার করতে পারে। আজ আবার সিরিজের সবথেকে প্রিমিয়াম মডেল iPhone 15 Pro Max -এর ক্যামেরা বিভাগ সংক্রান্ত কয়েকটি নতুন তথ্য ফাঁস হয়েছে। যা ইঙ্গিত দিচ্ছে ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপগুলির প্রায় অনুরূপ জুম প্রযুক্তি সাপোর্ট করবে।
MacRumors প্রদত্ত লেটেস্ট রিপোর্ট অনুসারে, Apple iPhone 15 Pro Max এর ক্যামেরা বিভাগে একাধিক আপগ্রেড দেখা যাবে। আলোচ্য মডেলে হয়তো পেরিস্কোপ জুম ক্যামেরা লেন্স দেওয়া হবে। আর পুরোনো প্রজন্মের আইফোনগুলির তুলনায় এর অপটিক্যাল জুমের রেঞ্জ বেশি থাকবে, সম্ভবত ৬ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম অফার করতে পারে। রিপোর্ট আরো দাবি করা হয়েছে যে, 'প্রো ম্যাক্স' মডেলটিতে পেরিস্কোপ লেন্স দেওয়ার কারণে এর জুমিং রেঞ্জ দ্বিগুণ হতে পারে।
শুধু তাই নয়, Apple iPhone 15 Pro Max পেরিস্কোপ জুম লেন্স ফিচারের সাথে আসা লাইনআপের একমাত্র আইফোন হতে পারে এবং সর্বোচ্চ জুম রেঞ্জ অফারকারী আইফোন হিসাবে আত্মপ্রকাশ করবে বলেও উল্লেখ আছে রিপোর্টে। জানা যাচ্ছে, আইফোন ১৫ লাইনআপের এই টপ-এন্ড মডেল ৬এক্স পর্যন্ত অপটিক্যাল জুম রেঞ্জ সহ আসবে। এক্ষেত্রে ৬এক্স পর্যন্ত উচ্চ-মানের অপটিক্যাল জুমিং ক্ষমতা প্রদানের জন্য টেলিফটো লেন্সের মধ্যেই পেরিস্কোপ প্রযুক্তি ব্যবহার করা হবে।
উল্লেখ্য, Samsung, Xiaomi, Oppo ব্র্যান্ডিংয়ের একাধিক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পেরিস্কোপ টেলিফোটো জুম প্রযুক্তি বিদ্যমান রয়েছে। Google Pixel 7 Pro নূন্যতম ৫এক্স অপটিক্যাল জুম রেঞ্জ অফার করে। অন্যদিকে, Samsung Galaxy S23 Ultra হল একমাত্র অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোন যা ১০এক্স পর্যন্ত অপটিক্যাল জুম প্রদানে সক্ষম।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে আগত অ্যাপলের আইফোন সিরিজের ক্যামেরা জুমিং ক্ষমতা স্যামসাং ডিভাইসগুলির অনুরূপ হবে না। তবে পূর্বসূরিদের তুলনায় উত্তরসূরি আইফোনগুলির ক্যামেরা বিভাগ অত্যন্ত উন্নত হবে বলে আশা করা হচ্ছে। যার অর্থ অপটিক্যাল জুম রেঞ্জের ক্ষেত্রে বিশাল ব্যবধান দেখা যাবে। এক্ষেত্রে আসন্ন আইফোনে .৫এক্স আল্ট্রা-ওয়াইড, ১এক্স জুম, ২এক্স অপটিক্যাল (মূল ক্যামেরায় ক্রপ করে) এবং ৫এক্স-৬এক্স অপটিক্যাল জুমিং সহ শুট করা যেতে পারে। প্রসঙ্গত, টিম কুকের সংস্থাটি পোর্ট্রেট মোড শটের জন্য ইতিমধ্যেই ৩এক্স অপটিক্যাল জুম ব্যবহার করছে।
পূর্ববর্তী কয়েকটি রিপোর্টে আসন্ন অ্যাপল ১৫ প্রো ম্যাক্স -এর সম্ভাব্য ফিচার সম্পর্কিত তথ্য শেয়ার করা হয়েছিল। জানা যাচ্ছে, মডেলটি লেটেস্ট এ১৭ বায়োনিক (A17 Bionic) প্রসেসর সহ আসবে। এতে ২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং এবং ম্যাগসেফ (MagSafe) চার্জিং সমর্থিত বড় ব্যাটারি থাকতে পারে। এই আইফোনে ৬.৭-ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে, যার ডিজাইন হবে ডাইনামিক আইল্যান্ড স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর ক্যামেরা বিভাগে নতুন প্রযুক্তি ব্যবহার করা হলেও, সেন্সর রেজোলিউশনের ক্ষেত্রে ডিভাইসটি কোনো আপগ্রেড নাও পেতে পারে। অর্থাৎ Apple iPhone 15 Pro Max -এ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স থাকবে হয়তো।