দুবাইতে 46 হাজার টাকা সস্তায় Apple iPhone 15 সিরিজ, ভারতে উৎপাদন শুরু হলেও দাম কেন এত বেশি
মাত্র কয়েক ঘন্টা আগেই ভারত সহ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত Apple iPhone 15 সিরিজ। তবে লঞ্চ হওয়ার পরপরই এই লাইনআপের প্রত্যেকটি মডেল, অর্থাৎ - iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max রীতিমতো সাড়া ফেলে দিয়েছে Apple ফ্যানদের মধ্যে। যেকারণে আলোচ্য সিরিজকে কেন্দ্র করে আলোচনা ও সমালোচনার অন্ত নেই।
এদিকে গত বছরের মতো এবারও অংশীদার সংস্থা ফক্সকন টেকনোলজি গ্রুপের সাহায্যে Apple ভারতে iPhone 15 সিরিজের উৎপাদন শুরু করেছে। এমত পরিস্থিতিতে দেশবাসী, নব্য প্রজন্মের আইফোন মডেলগুলি তুলনায় সাশ্রয়ী হবে - এই আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক এর বিপরীত। অর্থাৎ iPhone 15 যথেষ্টই ব্যয়বহুল সিরিজ হিসাবে এদেশে লঞ্চ হয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, ভারতের থেকে দুবাইয়ের বাজারে এই সিরিজকে অনেক সস্তায় লঞ্চ করা হয়েছে। আর এই খবর অনেক বেশি নিরাশ করেছে ভারতীয় আইফোন ভক্তদের।
ভারতের চেয়ে দুবাইতে সস্তায় বিক্রি হচ্ছে iPhone 15 সিরিজ
ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা 'মেক ইন ইন্ডিয়া' স্কিমের অধীনে অ্যাপল এই বছর তাদের লেটেস্ট আইফোন সিরিজকে লঞ্চের আগে থেকেই এদেশে তৈরি করতে শুরু করে। আর গত মাসে এই খবর সামনে আসতেই দেশবাসীর মধ্যে সস্তায় আইফোন হাতে পাওয়ার বিশ্বাস তৈরী হয়। যদিও গতকাল রাতে ভারতীয় বাজারের জন্য আইফোন ১৫ মডেলগুলির দাম সামনে আসতেই, যথেষ্ট নিরাশ হতে হয় এদেশের অ্যাপল প্রেমীদের। কেননা সিরিজের বেস মডেল অর্থাৎ আইফোন ১৫ -এর দাম পূর্বসূরির ন্যায় ৭৯,৯০০ টাকা রাখা হলেও, টপ-এন্ড মডেল অর্থাৎ আইফোন ১৫ প্রো ম্যাক্স -এর উচ্চতর স্টোরেজ অপশনের দাম ১,৯৯,৯০০ টাকা ধার্য করা হয়েছে।
তবে যে বিষয়টি আমাদের সবথেকে অবাক করেছে তা হল, ভারতের থেকেও দুবাইতে আইফোন মডেলগুলিকে অনেকটাই সস্তায় লঞ্চ করা হয়েছে। পার্থ মনীশ কোহলি (Parth Monish Kohli) নামের এক X প্ল্যাটফর্ম ব্যবহারকারী আজ পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে, দুবাইতে iPhone 15 Pro মডেলের দাম ৪,২৯৯ দিরহাম (প্রায় ৯৭,০০০ টাকা) রাখা হয়েছে এবং iPhone 15 Pro Max ৫,০৯৯ দিরহাম (প্রায় ১,১৫,০০০) মূল্যে উপলব্ধ। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে, iPhone 15 Pro Max এর ভারতীয় সংস্করণের প্রারম্ভিক মূল্য দুবাইয়ের চেয়ে প্রায় ৪৬,০০০ টাকা বেশি। এরকম বড়সড় দামের ফারাক দেখে স্বাভাবিকভাবেই দেশবাসী প্রশ্ন করছেন যে - "ভারতে আইফোন উৎপাদন করা সত্ত্বেও এগুলি যখন এতটাই দামী, তখন মেক ইন ইন্ডিয়া স্কিম নিয়ে এসে কি লাভ হল?"
এর উত্তর হল, ভারতে iPhone 15 সিরিজ তৈরি করার জন্য প্রত্যক্ষভাবে উপকৃত হবেন না ক্রেতাগন। কারণ, ভারত সরকার দেশীয়ভাবে আইফোন নির্মাণের জন্য Apple এর উপর বিভিন্ন ধরনের কর আরোপ করেছে। পাশাপাশি, GST বা 'গুডস অ্যান্ড সার্ভিসেস' ট্যাক্সও আইফোনের দামে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলস্বরূপ এদেশে আইফোন ১৫ মডেলগুলি এতটা দামি। তবে যে সকল দেশে আইফোনের উপর কম ট্যাক্স চাপানো হয়েছে, সেখানে কিন্তু ডিভাইসগুলির দাম তুলনায় কম। যেমন দুবাইতে ট্যাক্স ছাড় পেয়েছে টিম কুকের সংস্থাটি।
Make in India উদ্যোগ চালু হওয়ার ফলে আদৌ কি দেশবাসীর লাভবান হচ্ছে?
এবার আসা যাক ভারতের নাগরিকরা 'মেক ইন ইন্ডিয়া' চালু হওয়ার দরুন পরোক্ষভাবে কীভাবে লাভবান হয়েছে। এদেশে আইফোন ১৫ সিরিজের উৎপাদনকার্য ক্রেতাদের জন্য লাভদায়ক না হলেও, ভারতীয় অর্থনীতিকে সরাসরি উপকৃত করেছে। আইফোন 'লাক্সারি' আইটেম হিসাবে বিবেচিত হওয়ায়, এর উপর উচ্চ কর আরোপ করা হয়েছে এদেশে, যা সরকারি তহবিলে ঢুকছে। বিপরীতে ভারতে আইফোন তৈরি করার ফলে - অবকাঠামোর উন্নয়ন হওয়ার পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানও হয়েছে। আবার দেশে বড় ফ্যাক্টরি নির্মাণ হওয়ায় আশেপাশের এলাকা আরো উন্নত হয়েছে। এক কথায় বললে, দেশের অর্থনীতি যত উন্নত হবে ততই সমৃদ্ধ হবে দেশবাসীর জীবন।