আইফোনের ইতিহাসে প্রথমবার, iPhone 15 Pro Max আসছে লেটেস্ট Sony IMX989 ক্যামেরা সেন্সরের সাথে

By :  SUMAN
Update: 2023-04-24 16:47 GMT

টেক জায়ান্ট Apple -এর আপকামিং আইফোন সিরিজকে ঘিরে জল্পনা-কল্পনার শেষ নেই। বিগত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে iPhone 15 লাইনআপকে কেন্দ্র করে একাধিক তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। অনুমান করা হচ্ছে Apple -এর এই নতুন লাইনআপের অধীনে প্রতিবারের ন্যায় এবারও মোট চারটি নতুন আইফোন লঞ্চ হবে, যথা - স্ট্যান্ডার্ড iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। যার মধ্যে iPhone 15 Pro Max মডেলটি iPhone 15 Ultra নামে বাজারে আসতে পারে। তবে নাম নিয়ে প্রশ্ন থাকলেও, সম্প্রতি এক জনপ্রিয় টিপস্টারের মাধ্যমে iPhone 15 Pro Max ফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কিত তথ্য সামনে এনেছেন।

টিপস্টার আইস ইউনিভার্স (Ice Universe) তার লেটেস্ট একটি রিপোর্টে জানিয়েছেন যে, অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স বা আল্ট্রা পূর্বসূরিদের তুলনায় সবচেয়ে বড় সেন্সর সহ আসবে। এক্ষেত্রে অ্যাপল সম্ভবত তাদের এই আসন্ন টপ-এন্ড আইফোন মডেলটিতে Sony IMX903 প্রাইমারি ক্যামেরা অফার করবে। এই নতুন সেন্সরটি আকারে ১ / ১.১৪-ইঞ্চির হবে বলে দাবি করেছেন টিপস্টার। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, সেন্সর যত বড় হবে ততই ভালো লাইট এবং ডিটেল ক্যাপচার করতে সক্ষম হবে। বিশেষত লো-লাইট শটের ক্ষেত্রে খুবই ভালো পারফরম্যান্স অফার করে বড় আকারের সেন্সর।

এক্ষেত্রে জানিয়ে রাখি, বিশ্ববাজারে এমন বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ স্মার্টফোন আছে যেগুলিতে Sony IMX989 ১-ইঞ্চি সেন্সর বিদ্যমান। ফলে Apple iPhone 15 সিরিজের এই আসন্ন হাই-এন্ড মডেলটি পূর্বসূরির থেকে বড় সেন্সরের সাথে আসলেও, অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির চেয়ে এর সেন্সর সামান্য ছোট থাকবে।

তবে আইফোন ১৫ প্রো ম্যাক্স পূর্বসূরিদের তুলনায় ক্যামেরা আপগ্রেড সহ যে আসবে তা নিশ্চিত। কারণ, আইফোন ১৪ প্রো ম্যাক্সে (iPhone 14 Pro Max) ১ / ১.২৮-ইঞ্চির Sony IMX803 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছিল। তবে মনে করা হচ্ছে, পূর্বসূরির মতো উত্তরসূরিতেও ৪৮-মেগাপিক্সেলের মুখ্য সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে। অর্থাৎ ডিভাইসটির ক্যামেরা বিভাগে নতুন সেন্সর ব্যবহার করা হলেও, রেজোলিউশনের ক্ষেত্রে ডিভাইসটি কোনো আপগ্রেড নাও পেতে পারে। এছাড়া সেলফি তোলার জন্য অটোফোকাস সমর্থিত ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে হয়তো। এক্ষেত্রে আমরা আশা করছি যে, আইফোন ১৫ প্রো ম্যাক্স বা ১৫ আল্ট্রা -তে একটি LiDAR সেন্সর এবং LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

এর আগে জানা গিয়েছিল যে, আসন্ন আইফোন ১৫ প্রো ম্যাক্সে পেরিস্কোপ জুম ক্যামেরা লেন্স দেওয়া হবে। আর পুরোনো প্রজন্মের আইফোনগুলির তুলনায় এর অপটিক্যাল জুমের রেঞ্জ বেশি থাকবে, সম্ভবত ৬ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম অফার করতে পারে ফোনটি। রিপোর্ট আরো দাবি করা হয় যে, ‘প্রো ম্যাক্স’ মডেলটিতে পেরিস্কোপ লেন্স দেওয়ার কারণে এর জুমিং রেঞ্জ দ্বিগুণ হতে পারে। এক্ষেত্রে ৬এক্স পর্যন্ত উচ্চ-মানের অপটিক্যাল জুমিং ক্ষমতা প্রদানের জন্য টেলিফটো লেন্সের মধ্যেই হয়তো পেরিস্কোপ প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, iPhone 14 Pro Max ৩এক্স অপটিক্যাল জুম অফার করে।

এছাড়া জানা গেছে যে, iPhone 15 Pro Max লেটেস্ট এ১৭ বায়োনিক (A17 Bionic) প্রসেসর সহ আসবে। এতে ৬.৭-ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে, যার ডিজাইন হবে ডাইনামিক আইল্যান্ড স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই আইফোনে ২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং, ৭.৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং এবং ১৫ ওয়াট ম্যাগসেফ (MagSafe) চার্জিং সমর্থিত বড় ব্যাটারি থাকতে পারে।

ডিজাইনের ক্ষেত্রে, iPhone 15 সিরিজের 'প্রো' মডেলগুলি টাইটানিয়াম চ্যাসিস বডি অফার করতে পারে, যা আরো ভালো স্থায়িত্ব প্রদান করবে। ডিভাইসের নিম্নভাগে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে। আবার, ভলিউম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডিভাইসটি টু-বাটন ভলিউম মডিউল ডিজাইনের সাথে আসতে পারে। আর এটি ডিপ রেড, সিলভার, ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে লঞ্চ হতে পারে।

Tags:    

Similar News