Apple-র নয়া রেকর্ড, ঝড়ের গতিতে ডেটা ট্রান্সফার করার ফিচার iPhone 15 সিরিজে

Update: 2023-08-18 06:36 GMT

আগামী মাসে (সেপ্টেম্বর) অ্যাপল দ্বারা আয়োজিত লঞ্চ ইভেন্টে Apple iPhone 15 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে বলে জানা গেছে। আসন্ন লাইনআপটিকে শক্তি জোগাবে নতুন ইন-হাউস চিপসেট, যা বিদ্যমান আইফোন মডেলগুলির তুলনায় দ্রুত হারে ডেটা ট্রান্সমিশন করতে সক্ষম করবে৷ বিখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানির আপকামিং ফোনগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত ইউএসবি টাইপ-সি পোর্টও থাকবে, যা অ্যাপলের দীর্ঘদিনের লাইটনিং পোর্টটিকে বাতিল করার দিকে ইঙ্গিত করে। এছাড়া আধুনিক কানেক্টর ব্যবহার করার মাধ্যমে, ভবিষ্যতের আইফোন মডেলগুলি কেবল ফাস্ট চার্জিং রেটই নয়, দ্রুত ডেটা ট্রান্সমিশন স্পিডও প্রদান করতে পারবে। আর এখন এক টিপস্টার iPhone 15 সিরিজের চার্জিং কানেক্টর ফ্লেক্স কেবলের ইমেজ অনলাইনে ফাঁস করেছেন, যা পরবর্তী প্রজন্মের আইফোন মডেলগুলির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে।

iPhone 15 সিরিজে দ্রুততর ডেটা ট্রান্সমিশন স্পিড অর্জনের জন্য Thunderbolt, USB 4 সাপোর্ট করবে

টিপস্টার "ফিক্স অ্যাপল" সম্প্রতি আইফোন ১৫ লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স - চারটি স্মার্টফোনের জন্যই চার্জিং কানেক্টর (CC) ফ্লেক্স কেবলের ছবি এক্স (টুইটারে) শেয়ার করেছেন ৷ অন্য একটি পোস্টে ওই টিপস্টার আসন্ন আইফোন সিরিজের সিসি ফ্লেক্স কেবল এবং ইন্টিগ্রেটেড সার্কিট (IC) এবং পাওয়ার সাপ্লাই ম্যানেজমেন্ট চিপের ছবিও শেয়ার করেছেন।

চার্জারল্যাব-এর রিপোর্ট অনুসারে, টিপস্টারের শেয়ার করা ছবিগুলি ম্যাগনিফাই করলে ইউএসবি টাইপ-সি সকেটের পিছনে রেটিমার (Retimer) নামে এক চিপের উপস্থিতি নির্দেশ করে। এটি সাধারণত উচ্চ-গতির ডেটা ট্রান্সমিশন ডিভাইসে পাওয়া যায়, যা থান্ডারবোল্ট এবং ইউএসবি ৪ সাপোর্ট করে। অর্থাৎ দাবি সঠিক হলে, অ্যাপলের আসন্ন সব হ্যান্ডসেটই ৪০ জিবিপিএস পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারবে। জানিয়ে রাখি, রেটিমার চিপের পাশাপাশি আসন্ন iPhone 15 সিরিজে 3LD3 চিপসেটও থাকবে৷ এটি মূলত এনক্রিপশনের জন্য, যা চার্জিং স্পিড নিয়ন্ত্রণ করবে ও ডেটা ট্রান্সমিশনের স্পিড বাড়াবে।

উল্লেখ্য, অ্যাপল এখনও iPhone 15 সিরিজের জন্য লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যান বলেছেন যে, কোম্পানি ১২ সেপ্টেম্বর বা ১৩ সেপ্টেম্বর হ্যান্ডসেটগুলি উন্মোচন করতে পারে। iPhone 15 সিরিজের একটি হ্যান্ডসেট, সম্ভবত স্ট্যান্ডার্ড মডেল, সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটের অনুমোদন লাভ করেছে। এছাড়াও, ব্লুমবার্গ সম্প্রতি জানিয়েছে যে কোম্পানি ইতিমধ্যেই ভারতের জন্য তামিলনাড়ুতে iPhone 15 সিরিজের উৎপাদন শুরু করেছে।

Tags:    

Similar News