সবচেয়ে পাতলা বেজেল সহ নতুন ক্যামেরা, iPhone 15 Pro নিয়ে উৎসাহ বাড়ছে Apple প্রেমীদের
প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন আইফোন (iPhone 15 Series) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Apple। প্রতি বছরের মতো এবারও নতুন iPhone সিরিজ নিয়ে উৎসাহি অ্যাপলপ্রেমীরা। ইতিমধ্যেই iPhone 15 সিরিজ নিয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার iPhone 15 Pro-এর রেন্ডার প্রকাশ্যে এসেছে।
iPhone 15 Pro-এর সম্ভাব্য ডিজাইন
9to5Mac সম্প্রতি iPhone 15 Pro এর কিছু রেন্ডার (ছবি) প্রকাশ করেছে। এর আগে আইফোন ১৫ প্রো'র কিছু ক্যাড রেন্ডার ফাঁস হয়েছিল। এই ছবিগুলি থেকে জানা গেছে, আইফোন ১৫ প্রো টাইটানিয়াম ফ্রেম এবং সাউন্ড এজ সহ আসবে, যা বর্তমান লাইনআপের শার্প এজ থেকে আলাদা।
iPhone 15 Pro-এর সম্ভাব্য ফিচার
আইফোন ১৫ প্রো অত্যন্ত পাতলা বেজেলের সঙ্গে আসবে। ডিসপ্লের চারপাশের বেজেলগুলি মাত্র ১.৫৫ মিমি হতে পারে, যা শাওমি ১৩, গ্যালাক্সি এস২৩ এবং আইফোন ১৪ প্রো এর বেজেলের চেয়ে কম হবে। এদিকে নতুন আইফোনের ক্যামেরা মডিউলেও পরিবর্তন দেখা যাবে।
আবার ক্যামেরার সেন্সরের সাইজে আপগ্রেড আনবে অ্যাপল। একই সঙ্গে আইফোন ১৫ প্রো সিরিজ আরও ভালো স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে।
আইফোন ১৫ সিরিজে SIM কার্ড স্লট থাকবে না
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, আইফোন ১৫ সিরিজে শুধু ই-সিম সাপোর্ট করবে। অর্থাৎ ফিজিক্যাল সিমের কোনো স্লট পাওয়া যাবে না। উল্লেখ্য, মার্কিন বাজারে আইফোন ১৪ সিরিজ শুধু ই-সিম সাপোর্ট সহ লঞ্চ হলেও ভারতীয় বাজারে আইফোন ১৪ সিরিজের ফোনগুলি ই-সিম ও ফিজিক্যাল সিম স্লট সহ পাওয়া যায়।