প্রথমবার 8GB র‌্যামের সাথে আসছে আইফোন, সুপারহিট পারফরম্যান্স দেবে iPhone 15 Pro

By :  techgup
Update: 2023-02-23 08:45 GMT

Apple তাদের আসন্ন সিরিজ iPhone 15 -এর টপ-এন্ড মডেলগুলির র‍্যাম ক্যাপাসিটি আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। এই দাবি কিন্তু আমাদের নয়। বরং MacRumors এবং TrendForce -এর যৌথ সৌজন্যে এই খবর সামনে এসেছে। রিপোর্ট অনুসারে, আমেরিকা ভিত্তিক টেক জায়ান্টটি তাদের পরবর্তী প্রজন্মের আইফোন লাইনআপের ডির‍্যাম (DRAM) ক্যাপাসিটি বাড়ানোর পরিকল্পনা করছে। পাশাপাশি স্পেসিফিকেশনগত কিছু পরিবর্তনও আনতে পারে টিম কুকের সংস্থাটি। এই খবর যদি সত্যি হয়, তাহলে iPhone 15 ফ্ল্যাগশিপ সিরিজরটি আরো দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে। চলুন এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার…

iPhone 15 Pro মডেলগুলি আপগ্রেড র‍্যাম সহ লঞ্চ হতে পারে

সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুসারে, আইফোন ১৫ সিরিজের 'প্রো' মডেলগুলির র‍্যাম ক্যাপাসিটি বর্ধিত করে ৮ জিবি করা হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, বর্তমান প্রজন্মের আইফোনগুলি সর্বাধিক ৬ জিবি র‍্যাম অফার করে। তাই এই তথ্য যদি সত্যি হয়, তবে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স বা নামফেরে আইফোন ১৫ আল্ট্রা মডেল দুটি আরও উন্নত পারফরম্যান্স প্রদানে সক্ষম হবে। অন্যদিকে, সিরিজের নন-প্রো মডেল অর্থাৎ রেগুলার আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের র‍্যাম ক্যাপাসিটি বৃদ্ধি নাও করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে রিপোর্টে।

তবে র‍্যাম ক্যাপাসিটি আপগ্রেড করা না হলেও, আলোচ্য দুটি নন-প্রো মডেলে হয়তো LPDDR5 র‍্যাম দেওয়ার কথা বিবেচনা করছে অ্যাপল, যা কিনা আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) -এ বিদ্যমান। এটি স্ট্যান্ডার্ড আইফোন ১৪ (iPhone 14) মডেলে থাকা LPDDR4X র‍্যামের তুলনায় অধিক দ্রুততর।

প্রসঙ্গত iPhone 12 Pro -কে প্রথম ৬ জিবি র‍্যাম সহ লঞ্চ করা হয়েছিল। ফলে ২০২০ সালের পর এই প্রথম কোনো সিরিজ র‍্যাম আপগ্রেড পাবে। সর্বোপরি, বর্ধিত র‍্যাম ক্যাপাসিটি এবং লেটেস্ট এ১৭ বায়োনিক চিপসেটের সংমিশ্রণ কম্পিউট পারফরম্যান্সের দৌলতে আপকামিং iPhone 15 Pro মডেলগুলি সর্বাধিক সেরা পারফরম্যান্স অফার করবে বলে আমাদের অনুমান।

উল্লেখিত তথ্যের পাশাপাশি পরবর্তী প্রজন্মের আইফোনগুলির কিছু এক্সক্লুসিভ রেন্ডারও সামনে এসেছে। যার দরুন আমরা জানতে পেরেছি যে, অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির ফ্রেম এজের ডিজাইন পরিবর্তন করা হবে। আবার চার্জিং পোর্টেও ভোলবদল করা হতে পারে। অর্থাৎ সংস্থাটি লাইটনিং পোর্টের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত ইউএসবি টাইপ-সি পোর্ট নিয়ে আসতে পারে। মূলত, ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সমস্ত স্মার্টফোন এবং ডিভাইসের জন্য একটি সাধারণ চার্জিং স্ট্যান্ডার্ড অনুসরণ করার দাবির কারণেই হয়তো Apple এরূপ সিদ্ধান্ত নিয়েছে।

Tags:    

Similar News