ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি, এই বছর iPhone-এ এই 6 পরিবর্তনের আশায় সবাই
Apple iPhone 15 সিরিজটি গত বছর সেপ্টেম্বরে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করে। বর্তমানে মার্কিন প্রযুক্তি সংস্থাটি নতুন প্রজন্মের আইফোনগুলির ওপর কাজ করছে, যা এবছর একই সময় নাগাদ লঞ্চ হবে বলে আশা করা যায়। যদিও iPhone 16 লাইনআপের লঞ্চের এখনও কয়েক মাস বাকি রয়েছে, তবে আসন্ন ডিভাইসগুলি কেমন হতে চলেছে, সে সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন প্রতিবেদন সূত্রে বেশ কিছু মাস আগেই থেকেই নানা তথ্য সামনে আসছে। উচ্চতর iPhone 16 Pro সিরিজটি তার পূর্বসূরি মডেলগুলির থেকে একাধিক আপগ্রেড সহ লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে কি কি উন্নতি দেখা যেতে পারে, আসুন জেনে নেওয়া যাক।
iPhone 15 Pro বনাম iPhone 16 Pro: কি কি আপগ্রেড থাকছে
ডিজাইন - আইফোন 16 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি উল্লম্ব ক্যামেরা প্লেসমেন্ট সহ আসবে বলে আশা করা হলেও, আইফোন 16 প্রো মডেলগুলি ডিজাইনের দিক থেকে আইফোন 15 প্রো-এর মতোই হবে বলে মনে হচ্ছে। তবে নতুন সংযোজন হিসেবে প্রো ভ্যারিয়েন্টগুলিতে একটি ক্যাপচার বাটনের দেখা মিলবে এবং পরিমাপের দিক থেকেও এগুলি কিছুটা বড় হতে পারে।
ডিসপ্লে - আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স-এ যথাক্রমে 6.1 ইঞ্চি এবং 6.7 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। তবে, আইফোন 16 প্রো এবং ম্যাক্স-এ 6.3 ইঞ্চির এবং 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে থাকতে পারে। নতুন মডেলগুলি সম্ভবত উজ্জ্বল মাইক্রো-লেন্স প্রযুক্তি সহ ওলেড (OLED) প্যানেল অফার করবে।
ক্যামেরা - iPhone 16 Pro Max-এ Sony IMX-903 প্রধান ক্যামেরা সেন্সর থাকবে, যা iPhone 15 Pro Max-এর Sony IMX-803 প্রধান ক্যামেরা সেন্সরের চেয়ে উন্নত। এছাড়াও, iPhone 16 Pro বড় সেন্সর সহ একটি টেলিফটো ক্যামেরা থাকতে পারে। যদিও, টেট্রাপ্রিজম ডিজাইন, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং অটোফোকাস 3D সেন্সর শিফট পূর্বসূরির মতোই হতে পারে। তবে, বর্তমান প্রজন্মের 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরাটিকে নতুন মডেলে 48 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় আপগ্রেড করা হবে বলে আশা করা হচ্ছে।
পারফরম্যান্স - iPhone 16 Pro মডেলগুলিতে নতুন Apple A18 Pro চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে iPhone 15 Pro মডেলগুলি A17 Pro চিপ দ্বারা চালিত হবে। আসন্ন iPhone Pro মডেলগুলি এআই (Al) ফিচার্স সাপোর্ট করার জন্য একটি উন্নত নিউরাল ইঞ্জিন অফার করতে পারে। এছাড়াও, এতে Qualcomm Snapdragon X75 5G মডেম এবং Wi-Fi 7 সংযোগ সাপোর্ট করতে পারে।
ব্যাটারি - iPhone 15 Pro-এ 3,274 এমএএইচ ব্যাটারি রয়েছে এবং iPhone 15 Pro Max-এ তুলনামূলক বড় 4,422 এমএএইচ ব্যাটারি বিদ্যমান। আর এখন, iPhone 16 Pro-এ 3,355 এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে এবং iPhone 16 Pro-এ 4,676 এমএএইচ ব্যাটারি মিলবে। এছাড়াও, ওয়্যার্ড চার্জিং সাপোর্ট 25 ওয়াট থেকে 40 ওয়াট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
সফ্টওয়্যার - iPhone 16 Pro সিরিজটি iOS 18 অপারেটিং সিস্টেমে চলবে, যা বেশ কিছু এআই (Al) ফিচার সাপোর্ট করবে। iPhone 16 মডেলগুলিতে ডিভাইস-এক্সক্লুসিভ এআই বৈশিষ্ট্য মিলতে পারে। তবে, iPhone 15 Pro সিরিজকে একই সময় নাগাদ iOS 18-এ আপগ্রেড করা হবে এবং এগুলিও নতুন এআই ফিচার সাপোর্ট করবে।