অপেক্ষার অবসান, Apple Phone 15 সিরিজ লঞ্চ হচ্ছে 12 সেপ্টেম্বর, টিজার প্রকাশ করল সংস্থা

By :  SUPARNA
Update: 2023-08-30 09:24 GMT

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ (৩০শে আগস্ট) টেক জায়ান্ট Apple তাদের আপকামিং iPhone 15 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করল। সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী ১২ই সেপ্টেম্বর একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে। যেখানে পরবর্তী প্রজন্মের iPhone 15 মডেলগুলির উপর থেকে পর্দা সরানো হবে। পাশাপাশি এই একই দিনে Apple এর বেশ কয়েকটি নয়া ডিভাইস লঞ্চের মুখ দেখতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, ভারতীয়রা রাত ১০:৩০টা (IST) থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (apple.com) গিয়ে এই ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।

প্রতিবারের ন্যায় চলতি বছরেও আসন্ন ১৫তম আইফোন লাইনআপের অধীনে মোট চারটি মডেল আত্মপ্রকাশ করবে, যথা - iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max / Ultra। আর এবারের আইফোন মডেলগুলি পূর্বসূরিদের তুলনায় একাধিক বিভাগে বড়সড় আপগ্রেড অফার করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। যেকারণেই Apple iPhone 15 সিরিজের 'Pro' মডেল দুটির দাম বড় ব্যবধানে বাড়ানোর পরিকল্পনা করেছে সংস্থাটি। যদিও সম্ভাবনা আছে রেগুলার iPhone 15 এবং iPhone 15 Plus ভ্যারিয়েন্ট দুটিকে পূর্বসূরির প্রায় অনুরূপ দামের সাথে লঞ্চ করা হবে।

যেসকল ফিচারগত আপগ্রেডেশনের জন্য আইফোনের দাম বাড়ানো হতে পারে, সেই প্রসঙ্গে আসা যাক এবার। আসন্ন আইফোন লাইনআপের প্রত্যেকটি মডেলের সাথে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ -সি চার্জার কেবল অফার করা হতে পারে। সিরিজের 'প্রো' মডেলগুলিতে ইন-হাউস তথা নতুন এ১৭ বায়োনিক চিপসেট ব্যবহার করার সম্ভাবনা আছে। যদিও 'নন-প্রো' মডেল দুটি হয়তো পুরোনো প্রজন্মের এ১৬ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়া আসন্ন মডেলগুলিতে 'স্যামসাং ডিসপ্লে' নির্মিত 'স্লিমার' বেজেল সহ আরও বড় স্ক্রিন দেখা যাবে। তবে সবথেকে উল্লেখযোগ্য হল, আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস এবার ডাইনামিক আইল্যান্ড ফিচার সহ আসতে পারে বলে জানা গেছে। এদিকে, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স / আল্ট্রা ফোনে স্লিক টাইটানিয়াম ফিনিশিং নজরে পড়বে। এছাড়া, এই 'প্রো' মডেল-দ্বয়ে আরো উন্নত জুমিং পাওয়ার যুক্ত পেরিস্কোপ লেন্স এবং মিউট সুইচ বাটনের জায়গায় নতুন অ্যাকশন বাটন দেওয়া হতে পারে। অতএব আপগ্রেডেড ফিচারের তালিকাটি কিন্তু ভালোই বড় থাকছে। এবার দেখার বিষয় এর জন্য ডিভাইসগুলির দাম কতটা প্রভাবিত হয়।

১২ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ইভেন্টে, iPhone 15 সিরিজের পাশাপাশি আরো একাধিক প্রোডাক্ট ঘোষণা করতে পারে অ্যাপল। মনে করা হচ্ছে এই একই দিনে টেক জায়ান্টটি Apple Watch Series 9 উন্মোচন করবে, যা কিনা বিদ্যমান Apple Watch Series 8 -এর উত্তরসূরি হবে। আবার Apple Watch Ultra -এর একটি আপডেটেড সংস্করণও লঞ্চ করা হতে পারে। উল্লেখিত দুটি ওয়্যারেবলেই এস৯ প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। এছাড়া নতুন ৩ডি প্রিন্টেড কম্পোনেন্টও অন্তর্ভুক্ত করা হবে হয়তো।

হালফিলে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয় যে, টিম কুকের সংস্থাটি এম৩ প্রসেসর সহ একটি নতুন ডিভাইস চালু করার পরিকল্পনা করছে। এই খবর প্রকাশ্যে আসার কিছু সময়ের মধ্যেই, অ্যাপল জানায় এই একই চিপসেটের সাথে একটি নতুন iMac ডিভাইস লঞ্চ করতে চলেছে তারা। ফলে আলোচ্য ইভেন্টে আত্মপ্রকাশ করতে চলা পরবর্তী ডিভাইসটি একটি iMac হতে পারে, যা পূর্বসূরির অনুরূপ ডিজাইন অফার করবে বলে আশা করা হচ্ছে। AirPods Pro মডেলের জন্য একটি ইউএসবি টাইপ-সি চার্জিং কেসও নিয়ে আসতে পারে Apple। এছাড়া এই সেপ্টেম্বরের ইভেন্টেই নতুন iOS 17 সহ অন্যান্য অপারেটিং সিস্টেমের রিলিজের টাইমলাইন নিশ্চিত করার সম্ভাবনা সর্বাধিক।

Tags:    

Similar News