সস্তা আইফোন মডেল বন্ধের পথে অ্যাপল, পরিবর্তে আসছে iPhone 15 Ultra
অ্যাপল গত সেপ্টেম্বরের শুরুর দিকে তাদের বর্তমান প্রজন্মের Apple iPhone 14 সিরিজটি উন্মোচন করে। এই লাইনআপের অধীনে iPhone 14, 14 Plus, 14 Pro এবং 14 Pro Max- এই চারটি মডেল বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে। উল্লেখযোগ্যভাবে, অ্যাপল নতুন আইফোন সিরিজে কমপ্যাক্ট "Mini" মডেলটির পরিবর্তে বড় ডিসপ্লেযুক্ত "Plus" মডেলটি লঞ্চ করেছে। অর্থাৎ, এই লাইনআপের লঞ্চের সাথেই কোম্পানি আনুষ্ঠানিকভাবে তাদের iPhone Mini সিরিজ বন্ধ করে দিয়েছে। আর এখন একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে, একইরকমভাবে স্ট্যান্ডার্ড ৬.১ ইঞ্চির আইফোন মডেলটিরও দিন ঘনিয়ে আসছে। চলুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
iPhone Ultra-এর আগমন কি আইফোনের ঐতিহ্যবাহী বেস মডেল বন্ধ করে দেবে?
প্রথমেই তাহলে বলতে হয় আসন্ন আল্ট্রা মডেলের প্রসঙ্গে। এতদিনে অনেকেই হয়তো জেনে গেছেন যে, মার্কিন প্রযুক্তি সংস্থাটি বর্তমানে একটি উন্নততর আইফোন আল্ট্রা মডেলের ওপর কাজ করছে। তবে, এর অর্থ এই নয় যে ব্র্যান্ডটি কেবল আইফোন লাইনআপে একটি নতুন ফোন যুক্ত করার পরিকল্পনা করছে। তার পাশাপাশি, এখন ফোনএরিনা (PhoneArena)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, অ্যাপল সম্ভবত তাদের ৬.১ ইঞ্চি বেস আইফোন মডেলটি বন্ধ করে দিতে পারে। এই জল্পনাটি বহু আইফোন অনুরাগীকেই অসন্তুষ্ট করেছে, যার জন্য তারা আইফোন ১৫ আল্ট্রা মডেলের প্রতি অসম্মতি প্রকাশ করতে টুইটারের পথ বেছে নিয়েছেন।
প্রসঙ্গত, কেউ কেউ বলেছেন যে আইফোন প্রো ম্যাক্স মডেলগুলি ইতিমধ্যেই খুব বড় আকারের। আর এই মুহুর্তে, বেস মডেলটি ব্র্যান্ডের একমাত্র ট্রু কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন, যা কিছু গ্রাহক পছন্দ করেন। সুতরাং, এটি আশ্চর্যজনক নয় যে, আরও একটি বড় আইফোন মডেলের বিরুদ্ধে অনেকই বিরোধিতা করবেন। এমনও একটি সম্ভাবনা রয়েছে যে, অ্যাপল কিছু এক্সক্লুসিভ আল্ট্রা ফিচার সহ আইফোন ১৫ আল্ট্রা চালু করবে, যা আবার সেই সমস্ত গ্রাহকদের মধ্যে উদ্বেগ উত্থাপন করেছে, যারা আরেকটি প্রো ম্যাক্স মডেলের বাজারে আগমনের পক্ষে নন। যদিও, আল্ট্রা মডেলটি টপ-এন্ড প্রো ম্যাক্স সিরিজের পরিবর্তে আসবে বলেও জল্পনা রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি একটি প্রিমিয়াম টাইটানিয়াম বিল্ড সমন্বিত iPhone 15 Ultra সম্পর্কে গুজব সামনে এসেছিল। যদি, এটা সত্য হয় তবে এটি সেই সকল অ্যাপল ব্যবহারকারীদের সমস্যার সমাধান করতে পারে, যারা অভিযোগ করেন যে, iPhone 14 Pro Max একহাতে ধরে রাখার ক্ষেত্রে খুব ভারী এবং জবরজং। কারণ টাইটানিয়াম স্টেইনলেস স্টিলের চেয়ে ৪৫ শতাংশ হালকা এবং ঠিক ততটাই শক্তিশালী। তবে, এটি এখনও একটি অসমর্থিত রিপোর্ট, তাই এর সত্যতা কতটা তা সময়ই বলতে পারবে।