Apple-এর বড় চমক, iPhone 16 সিরিজে আসছে নতুন ক্যাপচার বাটন, এটি কী কাজ করবে জানেন?

Update: 2024-01-19 15:09 GMT

অ্যাপল (Apple) গত সেপ্টেম্বর মাসে iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। আইফোন ফিফটিনের Pro মডেলগুলিতে সবচেয়ে বড় বাহ্যিক পরিবর্তন হিসাবে অ্যাকশন বাটন যোগ হয়েছে। এটি মিউট সুইচের পরিবর্তে বহু প্রয়োজনীয় ফাংশনালিটি অফার করে। আর এখন, একটি নতুন রিপোর্ট ইঙ্গিত করেছে যে আসন্ন iPhone 16 সিরিজে ক্যাপচার বাটন নামে আরও একটি নতুন বাটন যুক্ত হতে চলেছে। চলুন জেনে নিই, এটি কী কাজ করবে।

Apple iPhone 16 সিরিজে মিলবে নয়া ক্যাপচার বাটন

দ্য ইনফরমেশন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চলতি বছর লঞ্চ হতে চলা আইফোনে একটি ক্যাপচার বাটন থাকবে, যা ফটোগ্রাফির সাথে সম্পর্কিত একাধিক কাজ সহজে সম্পাদন করতে সাহায্য করবে। এই বাটনের সাহায্যেই ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু ফিচার্স দ্রুত অ্যাক্সেস করতে পারবেন। রিপোর্টে বলা হয়েছে যে, ক্যাপচার বাটন জুম ফাংশনের পাশাপাশি ফোকাস অ্যাডজাস্টমেন্ট অফার করতে পারে। অনুমান, আইফোন ১৬-এর ক্যাপচার বাটনে বাম এবং ডানদিকে ক্লিক করে জুম ইন এবং জুম আউট করা যেতে পারে।

আশা করা যায় যে, এই বাটনটি একাধিক ফাংশন সাপোর্ট করবে। প্রদত্ত চাপের মাত্রাও এই বাটন দ্বারা অনুভূত হতে পারে। অর্থাৎ, হালকা প্রেস এবং হেভি প্রেস ভিন্ন কাজ সম্পাদন করবে। উদাহরণস্বরূপ, বাটনে হালকা চাপ দিলে ফোকাস অ্যাডজাস্টমেন্ট হবে, আর বেশি প্রেস করলে বাটনটি শাটার হিসাবে কাজ করতে পারে। এছাড়াও, দাবি করা হয়েছে যে, ক্যাপচার বাটনটি আসন্ন আইফোনের ডানদিকে, পাওয়ার বাটনের ঠিক নীচে অবস্থিত হবে।

যেহেতু, মার্কিন সংস্থাটি মূলত উচ্চতর iPhone Pro মডেলগুলিতে নতুন পরিবর্তন এবং বৈশিষ্ট্য অফার করে থাকে, তাই iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max সম্ভবত এই ক্যাপচার বাটনটি পাবে। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে iPhone 16 Pro-এর বিল্ড এবং ক্যামেরা সংক্রান্ত তথ্য সামনে এসেছে। আরেকটি রিপোর্ট থেকে জানা গেছে যে স্ট্যান্ডার্ড iPhone 16 এবং iPhone 16 Plus-এ ৮ জিবি র‍্যাম এবং WiFi 6E সাপোর্ট মিলবে।

Tags:    

Similar News