ক্যামেরার কামাল দেখাবে iPhone 16 Pro সিরিজ, এর আগে কখনও পাননি এই সুবিধা

By :  techgup
Update: 2024-09-08 04:02 GMT

iPhone 16 সিরিজ নিয়ে প্রত্যাশা বাড়ছে। আগামী 9 সেপ্টেম্বর এই সিরিজের ডিভাইসগুলি লঞ্চ হবে। এরজন্য গ্লোটাইম ইভেন্টের আয়োজন করেছেন Apple। আসন্ন ডিভাইসগুলি নতুন ওএসের সাথে AI ফিচার অফার করবে বলে ইতিমধ্যেই জানা গেছে। তবে প্রতিবছরের মতো এবছরও iPhone 16 Pro সিরিজের ক্যামেরা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে। কারণ আইফোনের ক্যামেরা বরাবরই ভালো হয়। তাই নতুন আরও কি ক্যামেরায় যুক্ত হচ্ছে তা জানতে আগ্রহী থাকে ফ্যানেরা। চলুন এবছর iPhone 16 Pro সিরিজে (iPhone 16 Pro Max) কী কী ক্যামেরা ফিচার দেওয়া হতে পারে দেখে নেওয়া যাক।

আল্ট্রাওয়াইড এবং ম্যাক্রো শট আরও দুর্দান্ত হবে

iPhone 15 Pro মডেলে 12-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর ছিল। কিন্তু iPhone 16 Pro ও 16 Pro Max মডেলদুটিতে 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরা আরও ডিটেইল ইমেজ ক্যাপচার করবে। এছাড়া, এই সেন্সর কম আলোতে দুর্দান্ত ছবি তুলতে দেবে। এর পাশাপাশি, সংস্থাটি ম্যাক্রো মোডকেও উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।

প্রাইমারি ক্যামেরার জন্য Sony সেন্সর এবং উন্নত অপটিক্যাল জুম

রিপোর্ট অনুসারে, আইফোন 16 সিরিজের প্রাইমারি ক্যামেরার জন্য আপগ্রেডেড সনি সেন্সর ব্যবহার করা হবে। যদিও আইফোন ১৬ প্রো ম্যাক্স ছাড়া নতুন সিরিজের অন্যান্য মডেলে এই সনি সেন্সর ব্যবহার করা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে আশা করা হচ্ছে যে আইফোন 16 এবং 16 প্রো ম্যাক্স কমপক্ষে 5x অপটিক্যাল জুম এবং 25x ডিজিটাল জুমের সাথে আসবে।

উন্নত ভিডিও রেকর্ডিং এবং ক্যাপচার বাটন

9to5mac এর নতুন রিপোর্ট অনুসারে, আইফোন 16 এবং 16 প্রো ম্যাক্স এর ক্যামেরা 120এফপিএস-এ 4K ভিডিও রেকর্ড করতে দেবে।

অন্যদিকে আইফোন 16 সিরিজের ডিভাইসগুলিতে ক্যাপচার বাটন দেওয়া হবে। ফোনগুলির ডান দিকে এই বাটন দেওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জুম লেভেল নিয়ন্ত্রণের পাশাপাশি শাটার বাটন ও এক্সপোজারের জন্যও ব্যবহার করতে পারবেন।

JPEG-XL এর সাপোর্ট

iPhone 16 Pro মডেলে প্রথমবার JPEG-XL সাপোর্ট করবে। এখানে ব্যবহারকারীরা কম ফাইল সাইজে উচ্চমানের ছবি সেভ করতে পারবেন।

অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং

বেশি আলো বা সূর্যের আলোতে শুটিং করার সময় আইফোন ব্যবহারকারীদের লেন্স ফ্লেয়ারের মুখোমুখি হতে হয়। তবে রিপোর্ট অনুযায়ী, এবার আইফোন 16 সিরিজে অ্যাটামিক লেয়ার ডিপোজিশন ব্যবহার করা হতে পারে, যা উজ্জ্বল আলো দ্বারা সৃষ্ট প্রতিফলন কমাতে কাজ করবে।

Tags:    

Similar News