কাল থেকে শুরু Apple iPhone 16 সিরিজের সেল, 5 হাজার টাকা ছাড় সহ পাবেন খাস অফার
গত ৯ সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল Apple iPhone 16 সিরিজ। এই সিরিজের অধীনে চারটি মডেল এসেছে - আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। লঞ্চের কয়েকদিন পর থেকে এদের প্রি-অর্ডার শুরু হয়। আর আগামীকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট, অ্যামাজন সহ বিভিন্ন অনলাইন ই-কমার্স সাইট, অ্যাপল বিকেসি (মুম্বাই) এবং অ্যাপল সাকেত (নয়াদিল্লি) এবং অন্যান্য রিটেল স্টোর থেকে iPhone 16 সিরিজের সেল শুরু হবে। এছাড়া অ্যাপল ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও ডিভাইসগুলি কাল কেনা যাবে।
কাল ২০ সেপ্টেম্বর থেকে শুরু iPhone 16 সিরিজের সেল, দেখে নিন দাম
স্যামসাং এবং গুগলের মতো অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড যেখানে প্রতি বছর ফোনের দাম বাড়াচ্ছে, সেখানে আইফোন ১৬ সিরিজের বেস মডেলের মূল্য চার বছর আগে আসা আইফোন ১২ এর মতোই ৭৯,৯০০ টাকা রাখা হয়েছে।
শুধু তাই নয়, গত বছরের iPhone 15 Pro এর থেকে iPhone 16 Pro মডেলটি ১৫,০০০ টাকা কমে লঞ্চ হয়েছে। আবার iPhone 16 Pro এর দাম শুরু হয়েছে যেখানে ১,১৯,৯০০ টাকা থেকে, সেখানে iPhone 15 Pro এর বেস ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ১,৩৪,৯০০ টাকা।
iPhone 16 সিরিজের বিভিন্ন মডেলের দাম এবং অফার
আইফোন ১৬ এর দাম
১২৮ জিবি: ৭৯,৯০০ টাকা
২৫৬ জিবি: ৮৯,৯০০ টাকা
৫১২ জিবি: ১,০৯,৯০০ টাকা
সেলে iPhone 16 এর সাথে অফার: ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আবার অফিসিয়াল ওয়েবসাইটে পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে ৬৭,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
আরও পড়ুন: 1 বছরের জন্য ইন্টারনেট ফ্রি! পুজোর আগে অবিশ্বাস্য অফার নিয়ে হাজির আম্বানির Jio
এছাড়া ক্রেতারা নো-কস্ট ইএমআই এর সুবিধা পাবেন। শুধু তাই নয়, অ্যাপল নতুন আইফোন কিনলে ৩ মাসে অ্যাপল মিউজিক বিনামূল্যে অফার করছে। আর ক্রেতারা ৩ মাসের অ্যাপল টিভি+ এবং অ্যাপল আর্কেড ফ্রি পাবেন।
আইফোন ১৬ প্লাস এর দাম
১২৮ জিবি: ৮৯,৯০০ টাকা
২৫৬ জিবি: ৯৯,৯০০ টাকা
৫১২ জিবি: ১,১৯,৯০০ টাকা
সেলে iPhone 16 Plus এর উপর অফার: ক্রেতারা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ৫,০০০ টাকা ছাড় পেতে পারেন। এছাড়া পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করে ৬৭,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। বাকি সব অফার আইফোন ১৬ এর মতোই রয়েছে
আইফোন ১৬ প্রো এর দাম
১২৮ জিবি: ১,১৯,৯০০ টাকা
২৫৬ জিবি: ১,২৯,৯০০ টাকা
৫১২ জিবি: ১,৪৯,৯০০ টাকা
১ টিবি: ১,৬৯,৯০০ টাকা
iPhone 16 Pro কিনলে সেলে একই ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।
আইফোন ১৬ প্রো ম্যাক্স এর দাম
২৫৬ জিবি: ১,৪৪,৯০০ টাকা
৫১২ জিবি: ১,৬৪,৯০০ টাকা
১ টিবি: ১,৮৪,৯০০ টাকা
iPhone 16 Pro এর সাথে সেলে একই ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হবে।